Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শেষ মুহূর্তে ডি মারিয়া গোলে বাঁচল পিএসজি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ১২:২০ PM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ১২:২০ PM

bdmorning Image Preview


মারিও রুইয়ের হঠকারীতা ও শেষ মুহূর্তে ডি মারিয়ার অনবদ্য গোলে মান বাঁচল প্যারিস সেন্ট জার্মেই৷ ঘরের মাঠে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ-সি’র ম্যাচে নাপোলির মুখোমুখি হয়েছিল ফ্রেঞ্চ জায়ান্টরা৷ দুই অর্ধে দু’বার পিছিয়ে পড়েও কোনও রকমে ম্যাচ ড্র করতে সক্ষম হয় পিএসজি৷ ম্যাচ নিস্পত্তি হয় ২-২ গোলের সমতায়৷নেইমার নজরকাড়া ফুটবল খেললেও গোল পাননি নাপোলির বিরুদ্ধে৷ ফলে চ্যাম্পিয়ন্স লিগে ইতালিয়ান দলের বিরুদ্ধে জিততে না পারার মিথ এবারও ভাঙতে ব্যর্থ হয় পিএসজি৷

বুধবার রাতে ম্যাচের শুরুতেই সুযোগ পেয়েছিলেন নেইমার, কিন্তু তাঁর শট বিপদ তৈরি করতে পারেনি। সুযোগ পেয়েছিলেন আরেক তারকা উরুগুয়ের কাভানিও। কিন্তু তাঁর শটও কার্যকর হয়নি। অন্যদিকে প্রতিআক্রমণে ম্যাচে চাপ রাখার চেষ্টা চালায় ইতালির দলটিও। যার ফল ২৯ মিনিটে গোল ইনসিনিয়ের। বিরতিতে যাওয়ার আগে ফের ব্যবধান বাড়াতে পারতো তারা, তবে এক্ষেত্রে ইনসিনিয়ের শট ছিল বাইরে।

সমতা ফেরানোর লক্ষ্যে দ্বিতীয়ার্ধে ক্রমাগত চাপ বাড়াতে থাকে প্যারিস সেন্ট জার্মেই। যার ফল ৬১ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন নাপোলির মারিও রুই। অবশ্য এতেও খুব একটা পিছিয়ে পড়তে হয়নি অ্যাওয়ে দলটিকে। পাল্টা চাপ রেখে ৭৭ মিনিটে নাপোলিকে ফের ম্যাচে এগিয়ে দেন মার্টেন্স। এই অর্ধে নাপোলিকে লড়াইয়ে রাখলেও, শেষপর্যন্ত দলকে জয় এনে দিতে পারলেন না গোলকিপার ওসপিনা। সংযোজিত সময়ে দুর্দান্ত গোলে প্যারিসের হার আটকান আর্জেন্টিনার তারকা খেলোয়াড় ডি মারিয়া।

এই ড্রয়ের ফলে পিএসজি শিবিরে এখন গ্রুপপর্ব থেকেই ছিটকে পড়ার শঙ্কা। এ নিয়ে ৩ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ৪ পয়েন্ট। যা পিএসজিকে রেখেছে সি গ্রুপের পয়েন্ট তালিকার ৩ নম্বরে। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। গতকাল যারা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে রেড স্টার বেলগ্রেডকে। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নাপোলি।

গ্রুপপর্বে আরও ৩টি করে ম্যাচ বাকি। সেই ৩ ম্যাচে যদি ভালো কিছু করতে পার, তবেই শেষ ষোলর স্বপ্ন দেখতে পারবে পিএসজি।

Bootstrap Image Preview