Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

লেস্টারকে হারানোর রাতে ওজিলের রেকর্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ০১:২২ PM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ০১:২৩ PM

bdmorning Image Preview


মেসুত ওজিলের দুর্দান্ত পারফরম্যান্সে ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল। এ জয়ে সব ধরণের প্রতিযোগিতায়  টানা ১০ ম্যাচে জয়ের ধারা ধরে রাখল আর্সেনাল। সবশেষ ২০০৭ সালে ১০ ম্যাচে টানা জয়ের রেকর্ড ছিল দলটির।

এ ম্যাচে শুরুতেই হোঁচট খায় আর্সেনাল। ৩১তম মিনিটে লেস্টার সিটির ইংলিশ ফুটবলার বেন চিলওয়েলের শট ডিফেন্ডার হেক্টর বেলেরিনের পায়ে লেগে আত্মঘাতী গোল হয়ে যায়। প্রথমার্ধের শেষমুহূর্তে দলকে সমতায় ফেরান ওজিল।

এই গোলে প্রিমিয়ার লিগে জার্মান খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি গোলের নতুন রেকর্ড গড়লেন ওজিল (৩০ গোল)। ২৯টি করে গোল করেছিলেন ইয়ুর্গেন ক্লিন্সম্যান ও ইউউই রোসলার।

দ্বিতীয়ার্ধে এসে বাকি দুই গোলের দেখা পায় আর্সেনাল। ৬৩ মিনিটে বেলেরিনের পাস থেকে। আর্সেনালকে এগিয়ে দেন পিয়েরে অবামিয়াং। তিন মিনিট পর আবার গোল করে দলের জয় নিশ্চিত করেন অবামিয়াং। দুটি গোলেই মূল ভূমিকা রেখে গেছেন ওজিল।

এবারের লিগে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছিল আর্সেনাল।তবে শেষ ৭ ম্যাচে টানা জয়সহ মোট ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তালিকায় তাঁদের অবস্থান চতুর্থ আর্সেনাল। ২৩ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি।

Bootstrap Image Preview