Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাতে প্রাক্তন ক্লাব ম্যানইউয়ের মুখোমুখি রোনালদো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ১০:০৩ AM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ১০:০৩ AM

bdmorning Image Preview


তাঁর পুরনো ক্লাবের বিরুদ্ধে নামার জন্য পুরোপুরি তৈরি ক্রিশ্চিয়ানো রোনালদো। ঠিক তেমন ভাবেই তৈরি হচ্ছেন পল পোগবা তাঁর পুরনো ক্লাবের সঙ্গে দ্বৈরথে। 

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম জুভেন্টাস। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের সব চেয়ে আকর্ষণীয় ম্যাচ। এক দিকে ওল্ড ট্র্যাফোর্ডে সি আর সেভেনের প্রত্যাবর্তন। অন্য দিকে তাঁকে আটকানোর জন্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যানেজার জোসে মোরিনহো রণনীতি। যদিও মাঠে বল গড়ানোর আগে এগিয়ে রোনালদোরাই! খেলাটি রাত ১ টায় সরাসরি সম্প্রচার করবে সনি টেন টু।

৯ বছর আগে ম্যান ইউনাইটেড ছেড়েছিলেন সি আর সেভেন। কিন্তু এখনও তাঁকে নিয়ে একই রকম আবেগপ্রবণ ম্যান ইউনাইটেড ভক্তেরা। সোমবার ম্যাঞ্চেস্টারে পৌঁছনোর পরে কেউ তুললেন ছবি। কেউ সই নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠলেন। রোনাল্ডো নিজেও ভাসলেন আবেগে। সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘‘চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ-সহ অসংখ্য ট্রফি এখানে আমি জিতেছি। যে ভালবাসা ও সাহায্য পেয়েছি, তা সারা জীবন মনে থাকবে। কখনও ভুলতে পারব না স্যর আলেক্স ফার্গুসনকে। ওঁকে আমার আন্তরিক শুভেচ্ছা।’’

আবেগে ভাসলেও নিজের দায়িত্ব ভোলেননি সি আর সেভেন। তাঁর কথায়, ‘‘ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ওদের ঘরের মাঠে খেলব আমরা। লড়াই কঠিন হলেও আমাদের অস্ত্র তৈরি। কারণ, আমরা জুভ...।’’ তাঁর বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ নিয়েও মুখ খুলেছেন রোনালদো। বলেছেন, ‘‘দু’সপ্তাহ আগেই বিবৃতি দিয়েছিলাম, আমি এক জন সুখি মানুষ। মিথ্যে কথা বলিনি। সত্যিটা যে এক দিন সামনে আসবে তা নিয়ে আমি ও আমার আইনজীবী দুজনেই আত্মবিশ্বাসী।’’ তিনি যোগ করেছেন, ‘‘সব চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফুটবল দারুণ ভাবেই উপভোগ করছি। শুভাকাঙ্খীরা আমার সঙ্গেই রয়েছে।’’

মোরিনহো অবশ্য একই রকমই রয়ে গিয়েছেন। ওল্ড ট্র্যাফোর্ডে তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। কিন্তু এ দিন সাংবাদিক বৈঠকে ‘দ্য স্পেশ্যাল ওয়ান’ বলে দিয়েছেন, ‘‘চুক্তি শেষ না হওয়া পর্যন্ত আমি ম্যান ইউনাইটেডেই থাকতে চাই।’’ 

সাংবাদিকেরা পোগবাকে নিয়ে প্রশ্ন করতে ক্ষোভ আরও বাড়ে মোরিনহোর। বলে দেন, ‘‘আমার সাংবাদিক বৈঠক একেবারেই ভাল লাগে না। আমি পোগবা বা অন্য কোনও ফুটবলারকে নিয়ে কথা বলতে চাই না। স্প্যানিশ সাংবাদিকদের সঙ্গেও কথা বলতে চাই না। ওরা তো রিয়াল মাদ্রিদ আর রোনালদোর বাইরে কিছুই বোঝে না।’’

তবে প্রতিপক্ষ জুভেন্তাস নিয়ে মোরিনহো বলেছেন, ‘‘বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ক্লাবের বিরুদ্ধে আমরা খেলছি। যারা এই প্রতিযোগিতা জেতার অন্যতম দাবিদার। যে ব্যাপারটা প্রতিপক্ষ হিসেবে আমাকে তাতিয়ে দেয়। তাই তো আমি এখানে বসে আছি।’’ জুভেন্তাস ম্যানেজার মাসিমিলিয়ানো আলেগ্রি অবশ্য রীতিমতো হুঙ্কার দিয়ে রাখলেন। তিনি বলেছেন, ‘‘ম্যান ইউনাইটেডের ফুটবলারেরা শারীরিক শক্তি দিয়ে খেলে। তবে আমরাও তৈরি।’’

Bootstrap Image Preview