Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ, শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৪:৩৬ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০৪:৩৬ PM

bdmorning Image Preview


বকেয়া বেতন-বোনাসের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার আদমজী ইপিজেড এলাকার একটি পোশাক কারখানায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষে পুলিশসহ অর্ধশত শ্রমিক আহত হয়েছেন।

সোমবার (২২ অক্টোবর) সকালের দিকে আদমজী ইপিজেডের প্রধান ফটকের সামনে সোয়াদ ফ্যাশনের শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া হয়।

জানা যায়, পুলিশ শ্রমিকদের সরিয়ে দিতে গেলে এক পর্যায়ে তাদের সংঘর্ষ হয়। এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় শ্রমিকরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুরও করে। বিক্ষুব্ধ শ্রমিকরা একটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ, লাঠিচার্জ ও রাবার বুলেট ছোড়ে। পরে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

Bootstrap Image Preview