Bootstrap Image Preview
ঢাকা, ০৫ বুধবার, অক্টোবার ২০২২ | ২০ আশ্বিন ১৪২৯ | ঢাকা, ২৫ °সে

ঢাকা রাজপথে নামছে সাড়ে ৪ হাজার বাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৩:৫১ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০৩:৫১ PM

bdmorning Image Preview


শহরে নতুন সাড়ে চার হাজার বাস নামাতে কাজ করছি। বাসগুলো যাতে অসুস্থ প্রতিযোগিতা করতে না পারে, সেদিকে আমাদের দৃষ্টি আছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।

সোমবার 'জাতীয় নিরাপদ সড়ক' দিবস উপলক্ষে নগর ভবনের সামনে থেকে সচেতনতামূলক এক র‍্যালিতে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি জনসম্পৃক্ততাই পারে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে।’ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি জনসম্পৃক্ততার প্রয়োজন রয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীর দফতর থেকে যে কমিটি গঠন করে দেয়া হয়েছে সেই কমিটি আগামী দুই বছরের মধ্য সড়কে শৃঙ্খলা নিশ্চিতে কাজ করবে।

মেয়র আরও বলেন, আমাদের সড়ক ভয়ঙ্কর থেকে আরও ভয়ঙ্কর অবস্থায় চলে যাচ্ছে। আমরা উত্তর ও দক্ষিণ সিটিসহ সবাই মিলে সড়কের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছি। এরই মধ্যে কোম্পানির মাধ্যমে বাস পরিচালনার জন্য আমাকে প্রধান করে ১০টি সংস্থার প্রধানকে নিয়ে কমিটি গঠন করে দেয়া হয়েছে।

সাঈদ খোকন বলেন, বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় সড়কের নিরাপত্তা নিশ্চিত করা। বৃহৎ জনগোষ্ঠী সচেতন না হলে সড়কের শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়। গ্রাম থেকে যারা শহরে আসছেন তাদেরও সচেতন করতে হবে।

মেয়র ফুটওভার ব্রিজ ব্যবহার না করাকে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ বলেও উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, সচিব শাহাবুদ্দিন খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা জাহিদ হোসেন, নাট্যব্যক্তিত্ব সারাহ জাকির প্রমুখ।

Bootstrap Image Preview