Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফুলবাড়ীতে আগাম জাতের ধান কাটা শুরু, উচ্চফলনে কৃষকের মুখে হাসি

হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৮, ০৩:৫২ PM
আপডেট: ২১ অক্টোবর ২০১৮, ০৩:৫২ PM

bdmorning Image Preview


দিনাজপুরের ফুলবাড়ীতে শুরু হয়েছে আগাম জাতের আমন ধান কাটা মাড়াই ব্যস্ত সময় পার করছে কৃষকরা। আগাম জাতের ধান বাজারে চাহিদাও বেশি। ধানের ফলন ও দাম ভালো পাওয়ার কৃষকের মুখে হাসি ফুটেছে।

এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা জানান, আগাম জাতের ধান চাষাবাদ করে কৃষক একই সাথে দু'টো লাভ করছে। আগাম জাতের ধান কেটে ওই জমিতে রবি শষ্য আলু, ভুট্টা ও সরিষা বা আউষ ধান চাষ করতে পারবে। এতে করে একই জমিতে বছরে চারটি ফসল উৎপাদন করতে পারছে।

উপজেলা রাজারামপুর গ্রামের কৃষক ফারুক হোসেন বলেন, আগাম জাতের এই ধান একর প্রতি ৬২ মন ফলন হচ্ছে। তিনি এই জমির ধান কেটে আলু ও ভুট্টা চাষ করবে।

একই কথা বলেন, পূর্ব রাজারামপুর গ্রামের কৃষক আবু বক্কর ও সুজাপুর গ্রামের কৃষক রমিজ উদ্দিন।

কৃষক ফারুক হোসেন আরও বলেন,আগাম জাতের এই ধান বাজারে চাহিদা রয়েছে তাই দামও ভাল পাওয়া যাচ্ছে। এই ধানের অর্থ দিয়ে আলুও চাষ করা হচ্ছে, আলু ক্ষেতের মধ্যে দিয়ে ভুট্টাও চাষ হয়ে যাবে প্রায় একই খরচে।

উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ বলেন, এই উপজেলায় এই বছর ১৭ হাজার ৩২০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এরমধ্যে ১৭০০ হেক্টর জমিতে আগাম জাতের ধান চাষ হয়েছে। যার মধ্যে স্থানীয় জাতের উচ্চফলনশীল (উফসী) জাতের ২০০ হেক্টর ও হাইব্রীট জাতের ১৫০০ হেক্টর। আগাম জাতের এই ধান একর প্রতি ৬৩ থেকে ৬৮ মন ধান ফলন হচ্ছে।

কৃষি কর্মকর্তা আরো বলেন, বর্তমানে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে ও কৃষি জমি কমে যাচ্ছে। ফলে জনসংখ্যার সাথে সাথে খাদ্যা চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সে কারণে একই জমিতে বছরে চারটি করে ফসল উৎপাদন করতে হবে। এই লক্ষ নিয়ে কৃষকদের বছরে চারটি ফসল উৎপাদ করতে পরামর্শ ও উদ্বুদ্ধ করা হচ্ছে।


 

Bootstrap Image Preview