Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

একাদশে চমক রেখে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৮, ০২:১০ PM
আপডেট: ২১ অক্টোবর ২০১৮, ০২:২১ PM

bdmorning Image Preview


মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডের জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।এই ম্যাচে টসে জীতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এই ম্যাচে অভিষেক হয়েছে ৩০ বছর বয়সী ব্যাটসম্যান ফজলে রাব্বির। 

এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে খেলা দলটিতে দুই জন ক্রিকেটার আজ একাদশে জায়গা পাননি। তারা হলেন নাজমুল হোসেন শান্ত ও রুবেল হোসেন। শান্ত ফর্মের কারণে বাদ পড়লেও পুরোপুরি ফিট না হওয়ায় বাদ পড়েছেন রুবেল। রুবেলের জায়গায় দীর্ঘদিন পর দলে ফের জায়গা পেয়েছেন সাইফউদ্দীন আর শান্তর জায়গায় এসেছেন রাব্বি।

বাংলাদেশ একাদশ:

লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে রাব্বি, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মিঠুন আলী, মেহেদি হাসান মিরাজ, নাজমুল  ইসলাম অপু, সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুুর রহমান।

জিম্বাবুয়েএকাদশ: 

হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), সেফাস জুহোয়া, ক্রেগ আর্ভিন, ব্রেন্ডন টেইলর (উইকেট), শেন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, 9 ব্র্যান্ডন মাভুতা, কাইল জারভিস, টেন্ডাই চাতারা
 

Bootstrap Image Preview