Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রোনালদোর ৪’শ মাইলফলক, হতাশ করল জুভেন্টাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৮, ০১:৫২ PM
আপডেট: ২১ অক্টোবর ২০১৮, ০১:৫২ PM

bdmorning Image Preview


ফের নতুন পালক যুক্ত হলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুকুটে। ইউরোপের প্রথম সেরা পাঁচ লিগ মিলিয়ে প্রথম খেলোয়াড় হিসাবে ক্যারিয়ারে ৪০০ গোল করলেন পর্তুগিজ তারকা। শনিবার সিরি এ-তে জেনোয়ার বিরুদ্ধে লিগের ম্যাচে এই কৃতিত্ব অর্জন করলেন সি আর সেভেন।

শনিবার ম্যাচে জুভেন্টাস ঘরের মাঠে ম্যাচের ১৮ মিনিটে কর্নার থেকে পাওয়া বল জালে জড়িয়ে রোনালদো এগিয়ে নেন তুরিনের ওল্ড লেডিদের।যা রোনােদোকে নতুন মাইলফলকে পৌঁছে দেয়।

২০০৩ সাল থেকে পেশাদারি ফুটবলে আত্মপ্রকাশ করার পর ৪৯৭টি লিগের ম্যাচে ৪০০ গোল করলেন তিনি। রিয়াল মাদ্রিদের জার্সিতে ৩১১ গোল। ম্যানইউ জার্সিতে ৮৪ গোল এবং জুভেন্টাসের জার্সিতে এখনও পর্যন্ত ৫ গোল।রোনালদোর পিছনেই রয়েছেন লিও মেসি। তিনি ৪২৬ ম্যাচে ৩৮৯ গোল করেছেন।

রোনালদোর মাইলফলকের ম্যাচে জয় পায়নি তারা। ম্যাচের ৬৭ মিনিটে আলেক্স স্যান্দ্রোর ক্রসে খুব কাছ থেকে জেনোয়ার হয়ে বল জালে পাঠান দানিয়েল বেসাে। এতে শেষমেশ ঘরের মাঠে ১-১ গোলে আটকে যায় জুভেন্টাস।

Bootstrap Image Preview