Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

একাত্তোরে মা-বোনদের ইজ্জত লুটকারীদের সাথে ড. কামাল জোট করেছে: বাণিজ্যমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ০৪:৫০ PM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ০৯:১৩ PM

bdmorning Image Preview


শরীফ হোসাইন, ভোলা প্রতিনিধি

জোটে বিএনপিকে নেয়ায় কামাল হোসেনের সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ড. কামাল জোট করেছেন তাদের সাথে যারা একাত্তোরে মা-বোনদের ইজ্জত লুট করেছে। জোট করেছেন তাদের সাথে, যারা ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছিল।

মন্ত্রী বলেন, জোট করেছেন তাদের সাথে, যারা ২১ আগস্ট ২৪ জনকে হত্যা করেছে। জোট করেছেন তাদের সাথে, যাদের বিচারে যাবজ্জীবন কারাদ হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে আসবে বলে আশা করেন তোফায়েল।

তিনি বলেন, আমি আশা করব এ জোট নির্বাচনে অংশগ্রহণ করবে। যদি আবার ২০১৪ সালের মত অরাজকতা সৃষ্টি করতে চায় তাহলে আইনশৃঙ্খলা বাহিনী দক্ষতার সাথে জনগণের জান মাল হেফাজত করবে।

আজ ২০ অক্টোবর, শনিবার ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা যুব মহিলা লীগের সম্মেলন প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, স্বাধীন বাংলাদেশে কামাল হোসেন কেবল বঙ্গবন্ধুর ছেড়ে দেয়া আসনে জিতেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। কিন্তু সরাসরি ভোটে তাকে জনগণ ভোট দেয়নি। আমরা তাকে ১৯৮৬ সালে মনোনয়ন দিয়েছিলাম ঢাকার (ডেমরা-যাত্রাবাড়ী) আসনে। তিনি সেখানে হেরে গেছেন। ৯১ সনে মনোনয়ন দিয়েছিলাম (ঢাকার মিরপুর আসনে) আবার তিনি হেরে গেছেন। কিন্তু পরে আমরা দুইটি আসনেই জিতেছি।

কামাল হোসেনকে নেতা মেনে জোট করায় বিএনপিকে নিয়েও কটাক্ষ করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বিএনপি ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারীকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানিয়েছে। দৈন্যতায় ভোগা একটা দলে যোগ্য কোন লোক নাই বলেই ড. কামাল হোসেনের মতো একজন দল ত্যাগকারীকে নেতা হিসেবে বেছে নিয়েছে। যিনি কখনো সরসরি নির্বাচনে জয়ী হতে পারেননি। তাদের যে ঐক্যজোট ৭ দফা দিয়েছে তার সব কয়টি সংবিধান পরিপন্থী। কোনটাই গ্রহণযোগ্য নয়। তাদের শুধু একটা দফা দেয়ার বাকি ছিল। সেটা হলো ‘আমাদের হাতে ক্ষমতা দিয়ে দেন।’

ভোলা জেলা যুব মহিলা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক খাদিজা আক্তার স্বপ্নার সভাপতিত্বে আয়োজনে আরও বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, ভোলা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু।

বাণিজ্যমন্ত্রীর সহধর্মিনী ও নারী জাগরণের অগ্রপথিক আনোয়ারা আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। পরে খাদিজা আক্তার স্বপ্নাকে আহ্বায়ক ও নাজনিন আক্তার রুমাকে সদস্য সচিব করে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের জন্য কাজ করার জন্য আহ্বান জানানো হয়।

Bootstrap Image Preview