Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্যাঁচার ছবি তুলে মাত্র ১০ বছরেই সেরা ফটোগ্রাফার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ০৩:০৬ PM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ০৩:০৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মাত্র ১০ বছর বয়সে বন্যপ্রাণীর ফটোগ্রাফি নিয়ে ব্রিটেনের ন্যাচরাল হিস্টোরি মিউজিয়াম প্রতিযোগিতায় ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফারের পুরস্কার লাভ করেছে ভারতের আর্শদীপ সিং।

২০১২ সালে আর্শদীপ বন্যপ্রাণীদের ছবি তোলা শুরু করে। তার কয়েক বছর পরেই ২০১৮ কনিষ্ঠতম সেরা চিত্রগ্রাহকের শিরোপা পেল আর্শদীপ সিং।

প্রতিযোগিতায় অংশ নেয়া তার ফটোগ্রাফিটির নাম ‘পাইপ আওলস’। ছবিটিতে দেখা যায় একটি পাইপের মধ্যে দুটি প্যাঁচা উঁকি মেরে আছে।

পুরস্কারে জুনিয়রদের তিনটি ক্যাটাগরি ছিল। ১০ বছর এবং তার নিচে, ১১ থেকে ১৪ বছর এবং ১৫ থেকে ১৭ বছর। আর্শদীপ পুরস্কার পেয়েছে ১০ বছর ক্যাটাগরিতে। আর্শদীপ সিং ফটোগ্রাফির কাজ শুরু করে ৬ বছর বয়সে।

সে প্রায়ই তার পিতা রণদীপ সিংয়ের সঙ্গে ছবি তুলতে যেত। তার পিতাও একজন খ্যাতিমান ফটোগ্রাফার। একদিন পাঞ্জাবের কুপারথালা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় আর্শদীপ দেখতে পায়, দুটি প্যাঁচা একটি পাইপের ভেতর থেকে উঁকি মেরে আছে।

সে তার পিতাকে গাড়ি থামাতে বলল। তারপর তার পিতার ক্যামেরা গাড়ির অর্ধেক নামানো জানালার কাচের ওপর দিয়ে বাইরে তাক করে ছবিটি তুলে ফেলল।

সম্প্রতি এশিয়ার কনিষ্ঠতম সেরা 'ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার'-এর খেতাব পেয়েছে সে। এছাড়াও 'লোনলি প্ল্যানেট' নামক এক বিখ্যাত আন্তর্জাতিক প্রকাশনার হয়ে ছবিও তুলেছে আর্শদীপ সিং।

Bootstrap Image Preview