Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিজেই তৈরি করুন ফেস পাউডার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ০৭:০২ PM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ০৭:০২ PM

bdmorning Image Preview


সাজতে হলে ফেস পাউডারের প্রয়োজন পড়েই। কিন্তু বাজারের ফেস পাউডার ব্যবহারে ত্বকের ক্ষতি হতে পারে। আপনি যত দামী ব্র্যান্ডের ফেস পাউডার ব্যবহার করেন না কেন, বাজারের কোন ফেস পাউডারই রাসায়নিক উপাদানমুক্ত নয়। প্রতিদিন ফেস পাউডার ব্যবহারে এর কেমিক্যালগুলো আপনার ত্বকে ধীরে ধীরে ক্ষতি করে।

ক্ষতির হাত থেকে মুক্তি পেতে চাইলে তৈরি করে নিন নিজের ত্বকের ধরণ অনুযায়ী ফেস পাউডার।

হালকা শেডের ফেস পাউডার তৈরির উপায় যা লাগবে-
২ চা চামচ অ্যারারুট পাউডার অথবা কর্নস্টার্চ পাউডার, ১/৪ চা চামচ কোকো পাউডার (কফি পাউডার ব্যবহার করতে পারেন), ১/৬ চা চামচ দারুচিনির গুঁড়া, কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল।

মাঝারি শেডের ফেস পাউডার তৈরির উপায় যা লাগবে-
৩ চা চামচ অ্যারারুট পাউডার অথবা কর্ণস্টার্চ পাউডার, ১.৫ চা চামচ কোকো পাউডার, ১/৪ চা চামচ দারুচিনি গুঁড়ো, কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল।

গাঢ় শেডের ফেস পাউডার তৈরির জন্য যা লাগবে-
২ চা চামচ অ্যারারুট পাউডার অথবা কর্ণস্টার্চ পাউডার, ২.৫ চা চামচ কোকো পাউডার, ১/৪ চা চামচ দারুচিনির গুঁড়ো, কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল।

যেভাবে তৈরি করবেন-
প্রথমে অ্যারারুট পাউডারের সাথে দারুচিনির গুঁড়া মেশান। আপনার পছন্দ শেডের জন্য পরিমাণমত কোকো পাউডার এবং দারুচিনির গুঁড়া মিশিয়ে নিন। এরসাথে এসেনশিয়াল অয়েল মেশান। খুব বেশি পরিমাণ এসেনশিয়াল অয়েল মেশাবেন না। ফেস পাউডার দীর্ঘ সময় ত্বকে ধরে রাখার জন্য এরসাথে এক দুই ফোঁটা ভিটামিন ই অয়েল মেশাতে পারেন। ঘন তুলির ব্রাশ দিয়ে ফেসপাউডার ত্বকে ব্যবহার করুন।

Bootstrap Image Preview