Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আইয়ুব বাচ্চু ছিলেন সংগীত যোদ্ধা: ওবায়দুল কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ০১:৪৬ PM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ০১:৪৬ PM

bdmorning Image Preview


আইয়ুব বাচ্চু ছিলেন সংগীত যোদ্ধা। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিলেন। তার চলে যাওয়া অকাল ও আকস্মিক বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শেষ শ্রদ্ধা জানানোর জন্য শুক্রবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আইয়ুব বাচ্চুর মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানেই আইয়ুব বাচ্চুর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসে মন্ত্রী এসব কথা বলেন।

সেতুমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, নতুন প্রজন্ম তার দেখানো পথে চলে নব চেতনায় উজ্জীবিত হবে।

সেতুমন্ত্রী বলেন, তিনি প্রতিটি কনসার্ট জাতীয় সংগীত দিয়ে শুরু করতেন। মাদকমুক্ত সমাজ ও নারীর প্রতি সহিংসতা রোধে তিনি ছিলেন সংগীত যোদ্ধা। এছাড়া ব্যান্ড সংগীতকে তিনি এক অনন্য পর্যায়ে নিয়ে গেছেন বলেও মন্তব্য করেন কাদের।

এর আগে আইয়ুব বাচ্চু গতকাল বৃহস্পতিবার অসুস্থ্য অবস্থায় সকাল ৯টা ৫৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসেলে কর্তব্যরত চিকিৎসক তাকাে মৃত্যু ঘষণা করে। দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন তিনি।

হৃদরোগের কারণে আইয়ুব বাচ্চু গত কয়েক বছর বারবারই হাসপাতালে এসেছেন চিকিৎসার জন্য। ২০০৯ সালে তাঁর হার্টে রিং পরানো হয়। শিল্পীর ছেলে ও মেয়ে দেশের বাইরে থেকে ঢাকায় ফিরে এলে আগামীকাল চট্টগ্রামে মায়ের পাশে দাফন করা হবে আইয়ুব বাচ্চুকে।

জনপ্রিয় ব্যান্ড এলআরবির দলনেতা আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গিটারিস্ট, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক। ১৯৭৮ সালে ফিলিংস ব্যান্ডের মাধ্যমে তাঁর যাত্রা শুরু হয়। এরপর ১০ বছর সোলস ব্যান্ডে লিড গিটারিস্ট হিসেবে যুক্ত ছিলেন তিনি। আশির দশকে একাধিক একক অ্যালবাম বেরোলেও নব্বইয়ের দশকে ‘ডাবল অ্যালবাম’ দিয়ে এলআরবির যাত্রা শুরু হয়। তখন ব্যান্ডটির নাম ছিল ‘লিটল রিভার ব্যান্ড’। পরে ব্যান্ডের নাম পাল্টে রাখা হয় ‘লাভ রানস ব্লাইন্ড’।

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু। ‘চলো বদলে যাই’, ‘ফেরারি মন’, ‘এখন অনেক রাত’, ‘হকার’, ‘আমি বারো মাস তোমায় ভালোবাসি’, ‘বাংলাদেশ’সহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা তিনি। সংগীতজগতে তিনি এবি নামে পরিচিত হলেও তাঁর ডাকনাম ছিল রবিন। এ নামেও তিনি নব্বইয়ের দশকে একক অ্যালবাম বের করেন।

Bootstrap Image Preview