Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সফরসঙ্গীদের নিয়ে ওমরাহ পালন করলেন শেখ হাসিনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ১০:৩০ AM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ১০:৩০ AM

bdmorning Image Preview


জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের চ্যান্সারি ভবনের ভিত্তিফলক উন্মোচনের পর ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার  (১৮ অক্টোবর) রাতে মক্কার এশার নামাজের পর প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা ওমরাহ পালন করেন।

এর আগে  তিনি জেদ্দা কনফারেন্স প্যালেসে কিছু সময় কাটান। সেখানে আছরের নামাজ আদায় করে মক্কার উদ্দেশে রওনা হন।
সকালে প্রধানমন্ত্রী সৌদি সরকারের বিশেষ বিমানে মদিনা থেকে জেদ্দায় আসেন। এর আগে বুধবার রাতে মদিনায় মসজিদ-ই-নববীতে এশার নামাজ আদায় করেন এবং হজরত মুহাম্মদ (স.) এর রওজা মুবারক জিয়ারত করেন।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে চার দিনের সফরে মঙ্গলবার সৌদি আরব পৌঁছান শেখ হাসিনা।

সফরের দ্বিতীয় দিন রিয়াদে তিনি বাদশাহ সালমানের সঙ্গে বৈঠক করেন এবং রাজকীয় প্রাসাদে মাধ্যহ্ন ভোজে অংশ নেন। ওই দিন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজের সঙ্গেও বৈঠক করেন তিনি।

বুধবার রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবনও উদ্বোধন করেন শেখ হাসিনা। এছাড়া সৌদি ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে তিনি বৈঠক করেন।

চার দিনের সফর শেষে আজ শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন।

Bootstrap Image Preview