Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘এই ছেলে, তুমি নতুন আসছ?’ সাংবাদিককে ঢাবি উপাচার্যের পাল্টা প্রশ্ন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ০৬:৩৯ PM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ০৭:২৫ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে গতকাল মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে 'ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল ঘোষণা ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। এসময় অন্য দেশে প্রশ্ন ফাঁসের ঘটনায় দায়িত্বশীলদের পদত্যাগের কথা ‍তুলে এক সংবাদিক উপাচার্যের কাছে জানতে চান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন দায়ীদের শাস্তি দেওয়া হচ্ছে না?- জবাবে অধ্যাপক আখতারুজ্জামান পাল্টা প্রশ্ন করে বলেছেন, ‘এই ছেলে, তুমি নতুন আসছ? এই বিশ্ববিদ্যালয়ে কি কোনোদিন এগুলার বিচার হইত? এগুলায় কোনোদিন এরেস্ট হইছে? মামলা হইছে?’

গতকাল মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের 'ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল ঘোষণার সংবাদ সম্মেলনে সাংবাদিককে এই পাল্টা প্রশ্ন করেন ঢাবি উপাচার্য।

এবার ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর পরীক্ষা বাতিলের দাবি উঠলেও তা অগ্রাহ্য করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে প্রশ্ন ফাঁসের অভিযোগে মামলা করেছে, তাতে গ্রেফতার হয়েছেন ছয়জন।

প্রশ্ন ফাঁস নিয়ে সমালোচনার পরিপ্রেক্ষিতে উপাচার্য বলেন, “আমরা এখন অনেক এগিয়েছি, এখন কিন্তু অনেক কাছে নিয়ে আসছি। এখন তো বলা হচ্ছে যে, কী জানি শুনলাম ৯টা ১৭, ৯টা ১৮, এরকম শুনলাম (পরীক্ষা শুরুর ঘণ্টা খানেক আগে প্রশ্ন ফাঁস হয়েছে)

সাংবাদিকের উদ্দেশে অধ্যাপক আখতারুজ্জামান আরও বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো মামলা করতেছে, গ্রেফতার করাচ্ছে এবং সঙ্গে সঙ্গে পরীক্ষার হল থেকে ডিভাইসসহ ধরে নিচ্ছে, ভর্তি বাতিল করতেছে। (আগে) কবে উদাহরণ পেয়েছ?’

ফাঁস করা প্রশ্ন পেয়ে যারা পরীক্ষা দিয়েছে, তাদের বিষয়ে কী সিদ্ধান্ত নেবে- এ প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ‘এখন যেটা যেভাবে চিহ্নিত হবে, সেটা বাতিল হয়ে যাবে। এই বিষয়ে জিরো টলারেন্স ইউনিভার্সিটির।’

প্রসঙ্গত, এর আগে গত সোমবার দুপুরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার, মামলা ও তদন্ত কমিটি গঠনের পর ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষার ফল ‘স্থগিত’ করার ঘোষণা দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Bootstrap Image Preview