Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তল্লাশির আগেই উধাও সৌদি কনসাল জেনারেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ০৪:৪৭ PM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ০৪:৪৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


তুরস্কের ইস্তাম্বুলে নিযুক্ত সৌদি আরবের কনসাল জেনারেল গতকাল মঙ্গলবার রিয়াদের উদ্দেশে তুরস্ক ছেড়েছেন। তুর্কি গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়। সৌদির কনসাল জেনারেল মোহাম্মদ আল-ওতাবি রিয়াদগামী একটি বাণিজ্যিক ফ্লাইটে তুরস্ক ছাড়েন।

সৌদি সাংবাদিক জামাল খাসোগি নিখোঁজ হওয়ার ঘটনায় মোহাম্মদ আল-ওতাবির বাসভবনে তুর্কি পুলিশের সম্ভাব্য তল্লাশির কয়েক ঘণ্টা আগে দেশ ছাড়েন তিনি।

 

তুর্কি গণমাধ্যমের বরাতে রয়টার্স জানায়, সৌদি সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজ হওয়ার ঘটনায় মঙ্গলবার মোহাম্মদ আল-ওতাবির বাসভবনে তুর্কি পুলিশের সম্ভাব্য তল্লাশির কয়েক ঘণ্টা আগে রিয়াদগামী একটি বাণিজ্যিক ফ্লাইটে তুরস্ক ছাড়েন তিনি।

মোহাম্মদ আল-ওতাবির বাসভবনে তল্লাশি চালানো হবে বলে ঘোষণা দিয়েছে তুরস্কের কর্তৃপক্ষ। ইতিমধ্যে তার বাসভবনের বাইরে ব্যারিকেড দিয়েছে তুরস্কের নিরাপত্তা বাহিনী।

বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, সৌদির কনসাল জেনারেলের বাসভবনে মঙ্গলবার তল্লাশি চালানোর কথা থাকলেও এতে বিলম্ব ঘটে।

তুর্কি কর্মকর্তারা জানান, যৌথ অনুসন্ধানের অংশ হিসেবে সৌদি আরবের কর্মকর্তাদের কনসাল জেনারেলের বাসভবনে উপস্থিত থাকার কথা ছিল। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।

Bootstrap Image Preview