Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, সেপ্টেম্বার ২০২৩ | ১২ আশ্বিন ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

‘বিএনপি ড. কামালের ওপর ভর করেছে, কারণ এখন নেতা দরকার’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ০৪:০৬ PM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ০৪:০৬ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


জাতীয় ঐক্যফ্রন্ট’কে জগাখিচুড়ি আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির এখন নেতা দরকারৃ, তাই তারা ড. কামাল হোসেনের ওপর ভর করেছে। কারণ তাদের চেয়ারপারসন (খালেদা জিয়া) কারান্তরীণ এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান (তারেক রহমান) লন্ডনে পলাতক ও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত।

আজ বুধবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে শ্রী শ্রী জগন্নাথ মন্দির পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, যারা হিন্দুদের ওপর হামলা চালায়, তাদের বাড়ি-ঘর লুটপাট করে, তারা কোনো দলের নয়, তারা দুর্বৃত্ত। তাই এসব দুর্বৃত্তকে হিন্দু-মুসলিম একসঙ্গে প্রতিহত করতে হবে। আওয়ামী লীগ সবসময় সব সংকটে হিন্দুদের পাশে ছিল, আছে এবং থাকবে।

এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খানসহ দলীয় নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

পরে মন্ত্রী একই নির্বাচনী আসনের কবিরহাট উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় কবিরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমি এবং উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview