Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাভারে ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ০২:০৩ PM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ০২:০৫ PM

bdmorning Image Preview


সাভারের হেমায়েতপুরের পূর্বহাটি ও বলিয়ারপুর কোটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বুধবার সকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাজে সাভার তিতাস গ্যাসের প্রায় ৮০ শ্রমিকের একটি দল অংশ নেয়। এ সময় পুলিশ ও তিতাস গ্যাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এলাকাবাসী জানান, কয়েক বছর আগে সাভারের হেমায়েতপুরের পূর্বহাটি ও বলিয়ারপুর কোটাপাড়া এলাকায় ৩০-৪০ হাজার করে টাকা নিয়ে প্রত্যেক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেন প্রভাবশালী ব্যক্তিরা।

সকালে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই দুই এলাকার প্রায় দুই হাজার পরিবারের মধ্যে দেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। এ সময় অবৈধ গ্যাস সংযোগকারীরা দলবেঁধে নীরবে দাঁড়িয়ে ছিলেন।

তিতাস ওই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে কয়েকটি পয়েন্টে মাটির নিচে থাকা গ্যাসের পাইপ তুলে নিয়ে সিলগালা করে দেয়।

এ সময় ২ ইঞ্চি ১৮ ফুটের কয়েকশ পাইপ উদ্ধার করা হয়। অভিযানের সময় মূল সংযোগ বিচ্ছিন্ন করে ব্যবহার করা রাইজারগুলোও খুলে নেয়া হয়।

অবৈধ গ্যাস সংযোগ দেয়ার অভিযোগে সাভার মডেল থানায় মামলা করা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই দুই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

সংযোগ বিছিন্ন কাজে আরও উপস্থিত ছিলেন সাভার তিতাস গ্যাস কার্যালয়ের উপব্যবস্থাপক প্রকৌশলী হাদী আবদুর রহিম ও সহব্যবস্থাপক আনিসুজ্জামান এবং আবদুল মান্নান প্রমুখ।

Bootstrap Image Preview