Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফিলিস্তিনের স্কুল বন্ধ করে দিল ইসরায়েলি বাহিনী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ০৩:২৪ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ০৩:২৪ PM

bdmorning Image Preview


ফিলিস্তিনের একটি স্কুল বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি ও ইসরায়েলি বাহিনীর মাঝে সংঘর্ষ বাঁধার পর ইরায়েলি সেনারা এ নির্দেশ জারি করে। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

স্কুলটি পশ্চিম তীরের একটি প্রধান সড়ক সংলগ্ন ও নাবলুসের আস সোভিয়া গ্রামে অবস্থিত।

ইসরায়েলি সেনাদের দাবি, স্কুলটি কয়েকমাস ধরে চলমান সহিংসতার উৎস ছিল ও ইসরায়েলি বাহিনী ও ইহুদি বসতিদের ওপর পাথর নিক্ষেপে স্কুলটিকে ব্যবহার করা হচ্ছিল।

এএফপির প্রতিনিধি জানায়, রোববার ইসরায়েলি সেনাবাহিনী স্কুল বন্ধ করার আদেশ জারি করেছে। তবে শিক্ষার্থীরা সোমবার সকালে স্কুলটিতে প্রবেশের চেষ্টা করেছিল। তবে ইসরায়েলি সেনা ও সীমান্ত পুলিশ স্কুল প্রাঙ্গনে বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদের তাড়িয়ে দেয়।

ওই গ্রামের একজন কর্মকর্তা জানান, আমরা ইজরায়েলের এ সিদ্ধান্তের প্রতিবাদ করছি। এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যানও করছি। যেকোনো দেশের যেকোনো শিক্ষার্থীদেরও স্কুলে বসা ও শিক্ষার অধিকার রয়েছে।

Bootstrap Image Preview