Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গ্রিসে সড়ক দুর্ঘটনায় নিহত ১১ শরণার্থী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ০১:২৩ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ০১:৪০ PM

bdmorning Image Preview


গ্রিসের উত্তরাঞ্চলে একটি শরণার্থীবাহী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই ১১ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (১৩ আক্টোবর) গ্রিসের কাভালা শহরের বাইরে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই তুরস্ক সীমান্ত থেকে আসা শরণার্থী। খবর সিনহুয়ার।

এবিষয় দেশটির পুলিশ জানিয়েছে, শরণার্থী বহনকারী ওই গাড়িটি গ্রিসের উত্তরে থেসালোনিকি এলাকার দিকে যাচ্ছিল। আর বিপরীত দিক থেকে আসা ট্রাকটি যাচ্ছিল কাভালা শহরের দিকে। পথিমধ্যে ট্রাক ও গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গাড়ি দুটিতে আগুন ধরে যায়।

তবে ট্রাকচালক আগুন থেকে রক্ষা পেয়েছেন। পরে পুলিশ গাড়িটির ভেতর থেকে ১১ জনের মৃতদেহ উদ্ধার করেছে। গ্রিস সরকার জানায়, এ বছর তুরস্কের সীমান্ত দিয়ে কমপক্ষে ১২ হাজার শরণার্থী গ্রিসে অনুপ্রবেশ করেছেন।

পুলিশ আরো জানিয়েছে, দুর্ঘটনার হওয়া ওই গাড়িটিতে করে এর আগেও অভিবাসীদের পাচার করা হয়েছে। ওইদিন ভোরে গাড়িটিকে একটি তল্লাশি চৌকিতে পুলিশ থামানোর চেষ্টা করেছিল। তবে এটি পালিয়ে যেতে সক্ষম হয়। 

উল্লেখ্য, গত জুনে কাভালা শহরে অবৈধ অভিবাসীদের বহনকারী একটি ট্রাক দুর্ঘটনার শিকার হয়েছিল। ওই ট্রাকটিতে থাকা ১৬ অভিবাসী এ দুর্ঘটনায় নিহত হয়। এসব অভিবাসীর অধিকাংশই ছিল সিরিয়া ও ইরান থেকে আসা।

Bootstrap Image Preview