Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিদেশে পড়াশোনায় সঠিক নির্দেশনা দিতে ‘আন্তর্জাতিক এডুকেশন এক্সপো’ মেলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ০৫:৩৩ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০৫:৫১ PM

bdmorning Image Preview
ছবি বিডিমর্নিং


দেশের শিক্ষার্থীদের মাঝে ক্রমশই বিদেশে যেয়ে উচ্চশিক্ষা গ্রহণের আগ্রহ বাড়ছে। কিন্তু সঠিক নির্দেশনা এবং তথ্যের অভাবে আগ্রহী শিক্ষার্থীদের নানা ভোগান্তিতে পড়তে হয়। এজন্য উচ্চ শিক্ষায় বিদেশ যাওয়ার ক্ষেত্রে সঠিক নির্দেশনা দিতে চতুর্থবারের মত শুরু হয়েছে ‘আন্তর্জাতিক এডুকেশন এক্সপো-২০১৮’ মেলা।

আজ শনিবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে শুরু হয়েছে এ মেলা, চলবে আগামীকাল পর্যন্ত। দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে ‘ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাকড-ক্যাব)।

এ মেলার উদ্বোধন করেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য তাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, ফ্যাকড-ক্যাবের সাধারণ সম্পাদক কাজি ফরিদুল হক। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মো. রেজানুল হক চৌধুরী শোভন, প্রা্ইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক উদ্দিন প্রমুখ।

এতে অংশ নিয়েছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, লাটভিয়া, মালয়েশিয়া, চীন, ফিলিপাইন, নেপাল ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। পাশাপাশি বিভিন্ন দেশের ২০ থেকে ২৫টি বিশ্ববিদ্যালয়ের স্থানীয় এজেন্টরা এক্সপোতে অংশ নিয়েছে।

‘এডুকেশন এক্সপো’তে থাকছে বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সঙ্গে কথা বলার সুযোগ, স্পট এডমিশন, বিভিন্ন সেবার ওপর বিশেষ ছাড়। এ ছাড়াও রয়েছে বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে ভর্তির সুযোগ।

আয়োজক কমিটির সদস্য সচিব মনিরুল হক বলেন, ‘এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো বিদেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশের মেধাবী ছাত্রদের সেতুবন্ধন করে দেওয়া। আগ্রহী শিক্ষার্থীরা যাতে সঠিক তথ্য পায় তা নিশ্চিত করা। মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ভিসা প্রসেসিংসহ সার্বিক সেবা নিশ্চিত করা দায়িত্ব নেন তারা।’

তিনি আরো জানান, এক্সপোতে পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কী কী যোগ্যতা প্রয়োজন তা জানতে পারবেন। পাবেন সঠিক নির্দেশনা।

২০১০ সালে প্রথমবারের মতো এই ‘ আন্তর্জাতিক এডুকেশন এক্সপোর’ আয়োজন করা হয়। এরপর কয়েক বছর বিরতির পর ২০১৭ সালে দ্বিতীয় আসর বসে। চলতি বছরের এপ্রিলে আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তৃতীয় বারের মতো এ এডুকেশন এক্সপো অনুষ্ঠিত হয়।

প্রিমিয়ার ব্যাংক তৃতীয়বারের মতো এই আয়োজনের অংশীদার হচ্ছে। ব্যাংকটির রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ শামীম মোর্শেদ বলেন, বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে হলে টিউশন ফি পাঠাতে হয়, ব্যাংকের অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেখাতে হয়। এই প্রক্রিয়ায় প্রিমিয়ার ব্যাংক সহযোগিতা করে। ব্যাংকের মাধ্যমে বিদেশে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে অর্থ পাঠানো হয়।

প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম. রিয়াজুল করিম (এফসিএমএ) বলেন, যাতে শিক্ষার্থীরা সহজে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারে সে লক্ষ্যে তাদের ব্যাংকের সবগুলো শাখায় ওয়ান স্টপ সেবার ব্যবস্থা রয়েছে। এ ছাড়াও ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ১১টি শাখায় শিক্ষার্থীদের সুবিধার জন্য সার্ভিস সেন্টার খোলা হয়েছে।

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে যাওয়ার জন্য চলতি বছরে বাংলাদেশি শিক্ষার্থী আবেদনের সংখ্যা বিগত বছরগুলোকে ছাড়িয়ে গেছে। যুক্তরাজ্যের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আবেদন প্রক্রিয়ার সংস্থা ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস অ্যাডমিশন সার্ভিসের (ইউকাস) বরাতে এই তথ্য জানা যাচ্ছে।

উচ্চ শিক্ষায় শিক্ষার্থীদের বিদেশে পাঠানো প্রতিষ্ঠান ‘বিডি এক্সপার্ট’এর কার্যনির্বাহী অফিসার মুক্তি আক্তার বিডিমর্নিংকে জানান, বতর্মান শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার আগ্রহ বেড়েছে। ২০০৯ সালে যাত্রা শুরু করা এ প্রতিষ্ঠান বতর্মান সুইডেন, কানাডা, রাশিয়া ও চীন এই ৪ টি দেশে শিক্ষার্থীদের পাঠিয়ে থাকে।

কোন দেশে শিক্ষার্থীদের যাওয়ার আগ্রহ বেশি জানতে চাইলে তিনি বলেন শতভাগ স্কলারশিপের কারণে চীনের প্রতি সাধারণ শিক্ষার্থীদের আগ্রহ অনেক এবং রাশিয়া সর্বোচ্চ ৩০ শতাংশ স্কলারশিপের কারণে সে দেশেও শিক্ষার্থীরা ঝুকছে।

এখানে আসা শিক্ষার্থীরা জানান, এই মেলার কারণে পছন্দের বিশ্ববিদ্যালয় সম্পর্কে সহজে জানতে পারছি। বিদেশে যেয়ে উচ্চ শিক্ষা নেয়ার ক্ষেত্রে এ ধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এ ধরণের আয়োজন আরো হওয়া প্রয়োজন বলেও মনে করেন তারা।

Bootstrap Image Preview