Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মমিনুল ও মোসাদ্দেককে বাদ দেওয়ার কারণ জানালেন হাবিবুল বাশার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ০৪:৩২ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০৪:৩৪ PM

bdmorning Image Preview


ঘরের মাঠে আসন্ন জিম্বাবুয়ে বিপক্ষে  তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ১৫ সদস্যের  দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এই দল থেকে বাদ পড়েছেন মমিনুল  হক ও মোসাদ্দেক হোসেন সৈকত।প্রায় তিন বছর পর এশিয়া কাপে লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর সুযোগ পেয়েছিলেন মমিনুল  কিন্তু নিজেকে সেই ভাবে মেলে ধরতে পারেননি।অন্যদিকে মোসাদ্দেকও আহামরি কিছুই করতে পারেননি।তাই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তাদের দলে রাখেনি বিসিবির নির্বাচকরা। জাতীয় ক্রিকেট দলের  নির্বাচক ও সাকেব অধিনায়ক হাবিবুল বাশারের কথায় তেমনটাই বুঝা গেল।

মোসাদ্দক ও মমিনুলের বাদ পড়ার কারণ প্রসঙ্গে বাশার জানান,মমিনুলের বাদ পড়া একটু দুর্ভাগ্য বলব, তাঁর জন্য আমার সহানুভূতি। আমি মনে করি তাঁর ওয়ানডে ক্যারিয়ার কখনই শেষ হয়ে যায় নি। আমার মনে হয় ওয়ানডেতে তাঁর দেয়ার অনেক কিছুই আছে। কিন্তু আমাদের কিছু ক্রিকেটারকে দেখতে হত। এটা আমাদের সুযোগ, কিছু খেলোয়াড় দেখে নেয়া। সামনে আমাদের অনেক গুলো সিরিজ আছে। এরপর ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড (নিউজিল্যান্ড) সিরিজের পর বিশ্বকাপ আছে। তো এই জিম্বাবুয়ে সিরিজটা সুযোগ ছিল, কিছু প্লেয়ারকে দেখে নেয়ার। যেটা বললাম, আমাদের যদি সাকিব তামিম থাকত তাহলে আমরা আরও খেলোয়াড় দেখতে পারতাম। কিন্তু এখানে আমাদের খুব একটা সুযোগ ছিল না। আমাদের সেরা কম্বিনেশন ও অভিজ্ঞতার দিকে নজর নিয়ে দল সাজাতে হয়েছে। মমিনুল এশিয়া কাপে যেই দুটি ম্যাচ খেলল, আমি বলব দুটি ইনিংস একজন ব্যাটসম্যানের জন্য যথেষ্ট না। যদি ওই দুই ইনিংসে রান করত, তাহলে ওর জন্য ভাল হত। যেহেতু রান করতে পারেনি আর আমাদের নতুন দুই একজন প্লেয়ারকে দেখতে হচ্ছে তাই বাদ পড়েছে।

অন্যদিকে  মোসাদ্দেকের ফর্ম নিয়ে খুব একটা সন্তুষ্ট নই। যেখানে সে ব্যাট করছে, সাত নম্বরে, সেখানে সে কার্যকরী ব্যাটিং করতে পারছে না। তাঁকে ব্রেক দেয়া হচ্ছে। আশা করি সে ঘরোয়া ক্রিকেটে রানে ফিরবে। সাম্প্রতিক সময়ে ওর ফর্মটা ভাল যাচ্ছে না। এই দুজন কিন্তু আমাদের পরীক্ষিত প্লেয়ার। এরা ফর্মে ফিরলেই আবার সুযোগ পাবে। ওরা বাদ পড়েছে শুধু ফর্মের কারণেই। ফর্ম ফিরে পেলে যে কোন মুহূর্তে চলে আসবে।

জিম্বাবুয়ের বিপক্ষে দল নিয়েও বেশ আশাবাদী সাবেক এই অধিনায়ক জানিয়ে দিলেন সেই কথা,আমার মনে হয় এই সিরিজটা বেশ উত্তেজনাপূর্ণ হবে। কাল জিম্বাবুয়ের ম্যাচ দেখছিলাম, দল হিসেবে তাঁরা এখন অনেক ভাল। অনেক গোছান দল। আমাদের জন্য এই সিরিজটি অনেক বড় চ্যালেঞ্জ। কারণ আমাদের দুইজন বড় পারফর্মার খেলতে পারছেন না। পারফর্মেন্সের সাথে তাদের অভিজ্ঞতাটার অভাবটা অনুভব করব এই সিরিজে। এটা আমাদের নতুনদের জন্য একটা সুযোগ। সামনে বিশ্বকাপ আছে। আমাদের কিছু প্লেয়ারকে দেখার বিষয় ছিল। যদি সাকিব-তামিম খেলতে পারত তাহলে একদম নতুন কিছু ক্রিকেটারকে খেলানো যেত, কিন্তু সেটা হচ্ছে না। তাই আমাদের অভিজ্ঞতার দিকেও তাকাতে হচ্ছে। দলের সেরা কম্বিনেশন ও অভিজ্ঞতার দিকেও দেখেছি আমরা। সব মিলিয়ে আমি আশাবাদি। আমার মনে হয় আমাদের দলের সেরা একাদশটা খারাপ না। যারা বাইরে আছেন তাঁরা যথেষ্ট ভাল খেলছেন এবং অনেক প্রক্রিয়ার মাধ্যমে এসেছেন। আমি আশাবাদি, এই সিরিজটা ভালোই হবে।

Bootstrap Image Preview