Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অন্ধ মুসল্লিদের জন্য সৌদিতে বিশেষ পথ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ০১:০৯ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০১:০৯ PM

bdmorning Image Preview


সৌদি আরবের উত্তারাঞ্চলের বুরাইদা শহরের স্থানীয় একটি দাতব্য সংস্থা অন্ধ ও অসহায় নাগরিকরা মসজিদে পৌঁছানোর জন্য বিশেষ পথ নির্মাণের ব্যবস্থা নিয়েছে। সংস্থাটি অন্ধদের স্বপ্ন পূরণের লক্ষ্যে একটি পথ ইতিমধ্যে নির্মাণ করে দিয়েছে। যেটি ধরে অন্ধ ব্যক্তিরা মসজিদে নিয়মিত যাতায়াত করতে পারবেন।

বুরাইদার দাতব্য সংস্থাটি আশা করে, তাদের মতো আর অন্যান্যরাও অন্ধদের সাহায্যে এগিয়ে আসবে। নির্দিষ্ট সময়ে তারা মসজিদ, বাজার ও গুরুত্বপূর্ণ জায়গায় যেতে বিশেষ পথ নির্মাণ করে দিয়ে সাহায্যের হাত বাড়াবে।

সাম্প্রতি সোস্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, অন্ধ এক ব্যক্তির জন্য তার পরিবার ঘরের দরজা থেকে মসজিদের দরজা পর্যন্ত বিশেষ রাস্তা তৈরি করে দিয়েছে। যাতে লোকটি কারো সহযোগিতা ছাড়া পাঁচ ওয়াক্ত নামাজ নিজে হেঁটে গিয়ে স্বাভাবিকভাবে মসজিদে গিয়ে আদায় করতে পারে। রাস্তাটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যে, অন্ধ লোকটি হাঁটার সময় উঁচু-নিচু দাগ অবলম্বন করে সোজা মসজিদে গিয়ে পৌঁছাতে পারবেন। 

এছাড়াও এ সুন্দর ও যুঁতসই কাজটি অন্যান্য অন্ধর জন্যও সহযোগিতায় আসবে। পাশাপাশি বিভিন্ন প্রতিবন্ধী মানুষের সহযোগিতায় কাজ করতে এলাকার লোকদের ব্যাপারটি উদ্বুদ্ধও করবে।

উল্লেখ্য, ২০১৫ সালে ইংল্যান্ডের গ্লুচেস্টারে অন্ধদের জন্য একটি নিরাপদ পথ নির্মাণ করা হয়েছিল। মূলত বিশেষভাবে নির্মিত এমন পথগুলো অন্ধ পথিকদের অন্য কারো সহায়তা ছাড়া তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে সহজে পৌঁছে দিবে।

Bootstrap Image Preview