Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কাঠাঁলবাড়ি ঘাট বন্ধ ঘোষণা

মেহেদী হাসান সোহাগ, মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ১০:০৯ AM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০৪:১১ PM

bdmorning Image Preview


প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা থাকায় কাঁঠালাবড়ি ঘাটের পুরো এলাকা জুঁড়ে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা।

আজ শনিবার থেকে কাঁঠালবাড়ি লঞ্চ ও স্পিডবোট ঘাটটি সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে যাত্রীদের সুবিধার্থে সচল থাকবে পুরাতন কাওড়াকান্দি লঞ্চ ও স্পিডবোট ঘাটটি।

জেলা আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী রবিবার সকালে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর নামফলক উম্মোচন করবেন। এরপর ঢাকা-মাওয়া মহাসড়কের ঢাকা-মাওয়া এবং ফরিদপুরের ভাঙা অংশের ছয় লেনের কাজের উদ্বোধন করবেন।

পরে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প, নদী শাসন, স্থায়ী নদীতীর প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন শেষে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প এলাকার কাজের অগ্রগতি পরির্দশন করবেন। সেখান থেকে দুপুরে শরিয়তপুরের জাজিরায় মধ্যাহ্ন বিরতি শেষে বিকেলে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাট এলাকায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিবেন তিনি।

কাঁঠালবাড়ি ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মোমেন হোসেন বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আজ থেকে দুদিন লঞ্চ ও স্পিডবোট ঘাটটি বন্ধ ঘোষণা দেয়া হয়েছে। তবে, যাত্রীদের সুবিধার জন্য সচল থাকবে পুরাতন কাওড়াকান্দি ঘাটটি।   

প্রধানমন্ত্রীর নিরাপাত্তার বিষয়ে জানতে চাইলে জেলার পুলিশ সুপার সুব্রত কুমার হালাদার বলেন, প্রধানমন্ত্রী অনুষ্ঠান শনিবার হওয়ার কথা ছিল। তবে বৈরী আবহওয়া থাকায় তা রবিবার হচ্ছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দুই জেলার দুটি ভ্যেনু আছে। শরীয়তপুরের জাজিরাতে হবে উদ্বোধন এবং শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাট এলাকায় জনসভা করবেন।  

Bootstrap Image Preview