Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বন্ধুকযুদ্ধে গুলিবিদ্ধ র‍্যাবের ৩ সদস্যকে ঢাকা সিএমএইচে আনা হয়েছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮, ০৯:৫৭ PM
আপডেট: ১২ অক্টোবর ২০১৮, ০৯:৫৭ PM

bdmorning Image Preview


চট্টগ্রামে মাদকব্যবসায়ীদের সঙ্গে বন্ধুকযুদ্ধের সময় আহত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) তিন সদস্যকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তারা বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।

আজ শুক্রবার বিকেলে র‌্যাবের ওই তিন সদস্যকে হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচে নিয়ে আসা হয়।

র‌্যাবের আহত আরেকজন সদস্যের চিকিৎসা চলছে চট্টগ্রাম সিএমএইচে।

এ তথ্য নিশ্চিত করে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর মুরাদপুর রেলগেট এলাকায় একটি তল্লাশি চৌকি বসায় র‌্যাব সদস্যরা। তল্লাশি চলার সময় একটি গাড়িকে থামার সংকেত দেওয়া হয়। গাড়িটি থামার পর র‌্যাব সদস্যরা এগিয়ে যেতে থাকলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় র‌্যাবের অন্য সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, গাড়িতে থাকা ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। গুলিতে আহত র‌্যাবের চার সদস্যদের একজনের চিকিৎসা চলছে চট্টগ্রাম সিএমএইচে। বাকি তিনজনকে হেলিকপ্টারযোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়েছে।

 

Bootstrap Image Preview