Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মিসরে চার্চে বোমা হামলা মামলায় ১৭ জনের মৃত্যুদণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮, ০২:০২ PM
আপডেট: ১২ অক্টোবর ২০১৮, ০২:০২ PM

bdmorning Image Preview


মিসরের চার্চে বোমা হামলার মামলায় ১৭ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন দেশটির এক সামরিক আদালত । ২০১৬ -২০১৭ সালের বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এ আদেশ দেয় আদালত। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন থেকে জানা গেছে, আদালত ও নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, এছাড়াও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ জনকে বিভ্ন্নি মেয়াদে সাজা দিয়েছেন আদালত।

এ বিষয় মিসরের মানবাধিকার আইনজীবী খালেদ ইল-মাশরি জানান, সামরিক আদালতের প্রসিকিউটররা আসামীদের ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত থাকাসহ চার্চ এবং নিরাপত্তাকর্মীদের ওপর হামলায় অভিযুক্ত করেন। তবে দণ্ডপ্রাপ্তরা আদালতে আপিল করার সুযোগ পাবেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের এপ্রিলে দেশটির বন্দরনগরী আলেকজান্দ্রীয়ার একটি চার্চে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় ৪৫ জন নিহত হয়। এর আগে ২০১৬ সালে ডিসেম্বরে টান্টা শহরের কায়রো কপটিক ক্যাথেড্রালে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়। এই দুটি হামলার দায় স্বীকার করে আইএস।

Bootstrap Image Preview