Bootstrap Image Preview
ঢাকা, ১৫ সোমবার, আগষ্ট ২০২২ | ৩১ শ্রাবণ ১৪২৯ | ঢাকা, ২৫ °সে

৪০তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত

সাইদুল ইসলাম, সৌদি আরব প্রতিনিধিঃ
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ০৩:০৪ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ০৩:০৬ PM

bdmorning Image Preview


সৌদি আরবে অনুষ্ঠিত হলো ৪০ তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা ২০১৮। মদিনায় মসজিদুল নববীর ভিতরে ২১-২২ নং গেট সংলগ্ন স্থানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

৩ অক্টোবর থেকে শুরু হওয়া কোরআন প্রতিযোগিতা বুধবার (১০ অক্টোবর) বাদ এশা পুরষ্কার বিতরণী ফলাফল অনুষ্ঠিত হয়।

এই বছর ১২০টি দেশের হাফেজ ও ক্বারীরা অংশ গ্রহণ করে। বাংলাদেশের হয়ে অংশ নিয়েছে ক্ষুদে হাফেজ হোসাইন আহমেদ।

এই বারের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন, সৌদি নাগরিক ইব্রাহীম ইবনে আবদুল্লাহ। পুরস্কার হিসাবে পেয়েছেন,  ২,৫০০০০ রিয়াল। 

দ্বিতীয় স্থান অর্জন করেন, জর্দান নাগরিক মুহাম্মাদ মালেক আদনান। পুরস্কার হিসাবে পেয়েছেন, ২,০০০০০ রিয়াল।

তৃতীয় স্থান অর্জন করেন, নাইজেরিয়া নাগরিক আহমেদ ইউনুছ আমের। পুরস্কার হিসাবে পেয়েছেন, ১,৫০০০০ রিয়াল।

(৪নং) কেনিয়া নাগরিক হায়সন আহমদ- ১,লাখ ২০ হাজার রিয়াল

(৫নং) জর্দান নাগরিক  ওবাইদ হুসাইন- ১ লাখ রিয়াল 

(৬নং) নাইজেরিয়া নাগরিক আব্দুল গনি- ৪০ হাজার রিয়াল

(৭নং) ফিলিপিন নাগরিক মুহাম্মাদ শহীদ- ৬০ হাজার রিয়াল

(৮নং) সিলিবিয়া নাগরিক  আমিন ছাবের হামদি- ৪০ হাজার রিয়াল

(৯নং) বসনিয়া নাগরিক ওমর ফারুক- ৩০ হাজার রিয়াল

(১০নং) শ্রীলংকা নাগরিক আহমেদ হানিফ- ২০ হাজার রিয়াল 

বাংলাদেশী ক্ষুদে হাফেজ হোসাইন আহমদ ১৩ তম স্থান অর্জন করেন। আগামীতে আরো ভালো করার প্রত্যাশা হাফেজ হুসাইন আহমেদের।

অনুষ্ঠান উপস্থিত ছিলেন, পবিত্র মক্কা শরীফের সম্মানিত ইমাম ও খতিব শেখ আবদুর রহমান সুদাইসী, পবিত্র মদিনা মসজিদুল নববীর ইমাম ও খতিব আবদুর রহমান হুযাইফী, মদিনার গভর্ণর ফয়সাল বিন সালমান ও মদিনায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীরাসহ অসংখ্য দেশের কোরআন প্রেমী মুসলিম।

Bootstrap Image Preview