Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আরব আমিরাতে কোটি টাকার লটারি জিতলেন দুই প্রবাসী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ০৮:৫৭ PM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ০৮:৫৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত দেশটির সবচেয়ে বড় কোটি টাকার লটারি জিতেছেন দুই প্রবাসী। ওই দুই প্রবাসীর একজন ভারতের অন্যজন পাকিস্তানের। আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার আমিরাত ভিত্তিক শুল্কমুক্ত লটারি আয়োজনকারী প্রতিষ্ঠান ‘দুবাই ডিউটি ফ্রি’র দু’টি ড্র একসঙ্গে অনুষ্ঠিত হয়। পুরস্কার হিসেবে বিজয়ী ওই দুই প্রবাসীর প্রত্যেককে প্রায় এক কোটি করে টাকা দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিবেদনে বলা হয়, দুটি লটারির টিকিট বিক্রি শুরু হলে খুব দ্রুতই তা শেষ হয়ে যায়। অতঃপর একসঙ্গেই লটারি দু’টির ড্র আয়োজন করে ‘দুবাই ডিউটি ফ্রি’ নামের ওই প্রতিষ্ঠান।

লটারি বিজয়ী দু’জনের একজন হলেন, পাকিস্তানের লাহোরের ইমরান আশাক। তিনি প্রথম বিজয়ী হিসেবে ২৮২ সিরিজের ২০২১ নাম্বার টিকিটে কোটি টাকা পান।

ইমরান আশাক বলেন, ‘পুরস্কারের টাকা দিয়ে কিছু সম্পত্তি ক্রয় করব। এছাড়া এ অর্থ গাড়ি ব্যবসায়ে বিনিয়োগ করার পরিকল্পনা করছি আমি।’

এছাড়াও দ্বিতীয় বিজয়ী হিসেবে কোটি টাকার পুরস্কার পান ভারতের রমেশ কৃষ্ণাণকুতি। তার টিকিট নাম্বার হলো ৩২৯৫, সিরিজ ২৮৩।

Bootstrap Image Preview