Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্ত্রীর দাবি; হামলার সাথে জড়িত ছিলেন না ডিজি আব্দুর রহিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ০৪:২৪ PM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ০৪:২৪ PM

bdmorning Image Preview


আলোচিত ২১ আগষ্টের গ্রেনেড হামলার ঘটনার তদন্ত ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টায় তৎকালীন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর ডিজি ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম জড়িত ছিলেন না বলে দাবি করেছেন তার স্ত্রী শিরিন রহিম।

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় আব্দুর রহিমের ফাঁসির দণ্ড ঘোষণার পর আদালত চত্বরের বাইরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ দাবি করেন।

তিনি বলেন, ‘ঘটনার সময় ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম অসুস্থ্য ছিলেন, ওনার ফেস্টুলা অপারেশন হয়েছিল। উনি সিএমএইচে ভর্তি ছিলেন। এর রিপোর্ট পর্যন্ত আছে। তার ফিস্টুলা অপারেশনে ইনফেকশানও হয়েছিল। জেনারেল জাফরুল্লাহ তার অপারেশন করেছিলেন। ১৫ দিন তিনি হাসপাতালে ছিলেন।

এনএসআইয়ের সাবেক এই ডিজি গ্রেনেড হামলার ঘটনার পরবর্তীতে মামলা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘যখন এ অভিযোগটা করা হয় ততোদিনে তিনি তো অবসরে ছিলেন। তার জায়গায় দায়িত্বে রেজ্জাকুল হায়দার চলে এসেছেন। যে কারণে তার দ্বারা এটা সম্ভব ছিল না।’

তিনি আরও বলেন, ‘আমার জীবনে আমি হয়তো অনেক ভুলত্রুটি করতে পারি। কিন্তু এ একটা মানুষ জীবনে কোনো অন্যায় করেননি, মিথ্যা কথা বলেনি, অন্যায়ের পথে চলেননি। তার জীবনে কোনো হারাম কারবার নাই। স্ত্রী হিসেবে আমি ৪০ বছর তাকে দেখে এসেছি।’

শিরিন রহিম দাবি করে বলেন, ‘ওনার বিরুদ্ধে  হামলায় জড়িত থাকার কোনো প্রমাণ নেই, কোনো সাক্ষী নেই। ওনার অধীনস্থ ফিল্ড অফিসারদের ডেকে (সাক্ষী) জিজ্ঞাসা করা হয়েছিল- তারা কিছু বলেনি। তার মুখের দিকে তাকিয়ে নিচু হয়েছিল। কারণ সবাই তাকে জানতেন তিনি কেমন মানুষ। তার দ্বারা এমন অপকর্ম সম্ভব না। পরে তার ড্রাইভারকে ডাকা হয়। তবে ড্রাইভার আসেনি, সেও কিছু জানে না।’

তাহলে এই রায় তার বিরুদ্ধে গেলো কেন? জানতে চাইলে তিনি বলেন, ‘তার দোষ একটাই তিনি বিএনপির আমলে এনএসআইর ডিজি ছিলেন।’

তিনি আরও বলেন, ‘আমি যতোদিন বেঁচে আছি ততোদিন তার জন্য আইনি লড়াই চালিয়ে যাবো। তার বিরুদ্ধে যে রায় হয়েছে, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।’

Bootstrap Image Preview