Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

অপরাধের গুরুত্ব বিবেচনায় সাজা পায়নি তারেক রহমানঃ আইনমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ০৩:০২ PM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ০৩:০২ PM

bdmorning Image Preview


২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ১৪ বছর পর এ মামলায় বিচার শেষ হয়েছে। কিন্তু হামলার মূল নায়ক তারেক রহমান অপরাধের গুরুত্ব বিবেচনায় সাজা পায়নি। তিনিই হচ্ছেন এই যড়যন্ত্রের মূলহোতা।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ হামলার মূল নায়ক তারেক রহমান। বাংলাদেশের মাটি থেকে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নির্মূল করার পরিকল্পনার মূল নায়ক।

আনিসুল হক বলেন, বিএনপি কোনো দিন আইনের শাসনের ধারাবাহিকতা মানে না। জিয়াউর রহমান হত্যারও বিচার হয়নি। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আইনের শাসনের প্রতিষ্ঠার চেষ্টা করছি। স্বাধীন বিচার বিভাগ সব হত্যা মামলার রায় দিচ্ছেন।

আনিসুল হক বলেন, ‘আজকে আমরা মনে করি বাংলাদেশের জনগণ বিচার পেয়েছে। কারণ কোনো মামলায় এমন কি জিয়াউর রহমান হত্যা মামলারও বিএনপির আমলে বিচার হয়নি। কারণ বিএনপি আইনের শাসন মানে না। কোনো দিনই আইনের শাসনের ধারাবাহিকতায় এসব মামলার বিচার হওয়া উচিত মানে না বিএনপি। আজ আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠা করার সকল পদক্ষেপ নিয়েছি। সে জন্যই সকল মামলার বিচার হচ্ছে।’

 

এ মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেন আইনমন্ত্রী বলেন, ‘রায়ের কাগজপত্র পাওয়ার পর তারেক রহমান ও কায়কোবাদকে যাবজ্জীবন দেওয়া হয়েছে সেটার জন্য উচ্চতর আদালতে যেয়ে আমরা ফাঁসির জন্য আপিল করব কিনা তা দেখব।’

Bootstrap Image Preview