Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পোগবার চোখে ব্যালন ডি-অর জয়ের দাবিদার যে তিন ফুটবলার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ০২:২০ PM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ০২:২০ PM

bdmorning Image Preview


২০০৮ থেকে বর্ষসেরা ফুটবলার খেতাব অর্থাৎ ব্যালন ডি-অর শিরোপা ভাগাভাগি করে নিয়েছেন বিশ্ব ফুটবলের দুই মহারথী। তবে চলতি বছর ওলটাতে পারে সেই পাশা। ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি’কে পিছনে ফেলে ব্যালন ডি-অর জিতবেন অন্য কোন তারকা, তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। সেই তালিকায় যেমন নাম রয়েছে ‘ফিফা দ্য বেস্ট’ লুকা মদ্রিচের, তেমনই নাম রয়েছে বিশ্বজয়ী ফ্রান্স দলের একাধিক তারকার।

প্রাথমিক তালিকায় ৩০ জনের মধ্যে ফরাসি মিডফিল্ডার পল পোগবা’কে উপরের সারিতেই রাখছেন ফুটবল বিশেষজ্ঞরা। তবে নিজেকে ব্যালন ডি-অর’র দাবিদার মানতে একেবারেই রাজি নন ম্যান ইউ তারকা। বরং বর্ষসেরা এই খেতাবের যোগ্য দাবিদার হিসেবে পোগবা বেছে নিয়েছেন তাঁর দলেরই বাকি তিন সতীর্থকে।

ব্যালন ডি-অর’র প্রাথমিক তালিকায় নাম রয়েছে ফ্রান্সের বিশ্বজয়ী দলের সাত সদস্যের। পোগবার সঙ্গে সেই তালিকায় রয়েছেন অধিনায়ক হুগো লরিস, মিডফিল্ডার এনগোলো কান্তে, উদীয়মান তারকা কিলিয়ান এমবাপে, ডিফেন্ডার রাফায়েল ভারানে, স্ট্রাইকার আঁতোয়া গ্রিজম্যান এবং করিম বেঞ্জেমা।

এই তালিকা থেকে ব্যালন ডি-অর বাছতে গিয়ে ৬ ফুট ২ ইঞ্চির মিডফিল্ডার জানিয়েছেন, ‘কোন একজনকে এক্ষেত্রে বেছে নেওয়া মুশকিল। তবে গ্রিজম্যান, এমবাপে এবং ভারানে এই তিনজন ব্যালন ডি-অর জয়ের অন্যতম দাবিদার। এই খেতাব আমার সতীর্থদের অনেক বেশি প্রাপ্য।’

সম্ভাব্য চতুর্থ ফুটবলার হিসেবে এই তালিকায় পোগবা রেখেছেন তাঁর আরও এক সতীর্থ এনগোলো কান্তে’কে। তবে কোনওভাবেই এই তালিকায় নিজেকে রাখতে রাজি নন ফ্রান্সের বিশ্বজয়ের নায়ক। ব্যালন ডি-অর’র দৌড়ে প্রবলভাবে রয়েছেন গত মরসুমে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা ও বিশ্বকাপের ট্র্যাজিক হিরো ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচও। কিন্তু নিজেকে দাবিদার না মানলেও তাঁরই কোন এক সতীর্থ এই খেতাব পেলে তিনি খুশি হবেন বলে জানিয়েছেন পল।

আগামি ৩ ডিসেম্বর ঘোষণা হবে এবছরের ব্যালন ডি-অর খেতাব বিজয়ীর নাম। পোগবার প্রত্যাশা অনুযায়ী রোনালদো-মেসিকে ছাপিয়ে ফ্রান্সের বিশ্বজয়ী দলের কোনও সদস্যের হাতে এই শিরোপা ওঠে, নাকি শিরোপা ছিনিয়ে নেন অন্য কেউ। এখন সেটাই দেখার।

Bootstrap Image Preview