Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নম্বর বদল সেবা চালু: গ্রামীণফোন ছেড়ে রবিতে ঝুঁকছে গ্রাহকরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৮, ০৯:৫৮ PM
আপডেট: ০৯ অক্টোবর ২০১৮, ০৯:৫৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নম্বর বদল না করে অপারেটর পরিবর্তনসেবা তথা মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) চালুর প্রথম পাঁচ দিনে অন্য অপারেটর থেকে সবচেয়ে বেশি গ্রাহক এসেছে রবিতে। আর সবচেয়ে কম টেলিটকে। গ্রামীণফোনের গ্রাহকরা বেশি অপারেটর বদল করেছেন।

মঙ্গলবার (৯ অক্টোবর) টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। এর আগে গত ১ অক্টোবর এই সেবা চালু হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত অপারেটর বদলের জন্য আবেদন জমা পড়ে ১০ হাজার ১২২টি। এর মধ্যে চার হাজার ১৮১ জন গ্রাহক অপারেটর বদল করতে সক্ষম হয়েছেন। আর কারিগরি ক্রটিসহ অন্যান্য কারণে আবেদন বাতিল হয়েছে পাঁচ হাজার ৮৬২ জনের।

বিটিআরসি থেকে পাওয়া তথ্য থেকে জানা গেছে, অপারেটর বদল করে সবচেয়ে বেশি গ্রাহক এসেছে রবিতে। রবিতে ২ হাজার ৩৪১ জন। এ ছাড়া বাংলালিংকে ১ হাজার ৮৯, গ্রামীণফোনে ৬৮২ এবং টেলিটকে ৮৯ জন গ্রাহক অন্য অপারেটর থেকে এসেছে। ওই তথ্যে দেখা গেছে, অপারেটর পরিবর্তনের আবেদন এসেছে ১০ হাজার ১২২টি। এর মধ্যে সফল হয়েছে ৪ হাজার ১৮১টি এবং বাতিল হয়েছে ৫ হাজার ৮৬২টি। আবেদন ঝুলে আছে ৭৯টি।

Bootstrap Image Preview