Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মাদ্রিদে ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের নব গঠিত কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু

কবির আল মাহমুদ, স্পেন প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৮, ১১:৪২ AM
আপডেট: ০৯ অক্টোবর ২০১৮, ১১:৪২ AM

bdmorning Image Preview


স্পেনে বসবাসরত বৃহত্তর ঢাকাবাসীদের নিয়ে গঠিত হয়েছে, গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেন। দেশ ও প্রবাসে সকল ঢাকাবাসীর কল্যাণে একত্রিত হয়ে সমস্যা সমাধান, কমিউনিটিতে মেধা ও মননের চর্চা এবং সব দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর সহযোগীতার প্রতিশ্রুতি নিয়ে গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেন নামে একটি সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

সোমবার (৮ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টায় মাদ্রিদের লাভাপিয়েসের দুটি রেস্তোরাঁয় নব গঠিত ঢাকা গ্রেটার অ্যাসোসিয়েশন ইন স্পেন এর নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।

এ অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এম হারুণ আল রাশিদ।

এতে সভাপতিত্ব করেন, সংগঠনটির নব নির্বাচিত সভাপতি এস এম সোহেল ভূঁইয়া এবং পরিচালনা করেন, একেএম জহিরুল ইসলাম ও তামিম ইকবাল তামিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন এর প্রধান আহ্বায়ক খোরশেদ আলম মজুমদার। 

প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দরা। 

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সদ্য প্রাক্তন সভাপতি জামাল উদ্দিন মনির, সিনিয়র সহ সভাপতি এনায়েতুল করিম তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন পংকি, মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেন এর সিনিয়র সহ সভাপতি আল আমিন মিয়া, সাধারণ সম্পাদক মিল্টন ভূঁইয়া কচি, সহ সভাপতি মোরশেদ আলম তাহের, এস এম আহমেদ মনির  মো: শাহ আলম, মমিনুল ইসলাম স্বাধীন, একরামুজ্জামান কিরণ, নারী নেত্রী আফরোজা রহমান, সাংগঠনিক সম্পাদক রুবেল সামাদসহ স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দরা। 

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এম হারুণ আল রাশিদ বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, স্পেনে আঞ্চলিক সংগঠনগুলোর ভালো কাজে বাংলাদেশ দূতাবাস সব সময় সহযোগিতা করবে। মাতৃভূমি বাংলাদেশের উন্নয়নের গতিধারায় স্পেন প্রবাসীদের সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানান তিনি। তিনি এই সংগঠনের উন্নয়নে দূতাবাসের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি খোরশেদ আলম মজুমদার তার বক্তব্যে মাদ্রিদের বাংলাদেশি কমিউনিটিতে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ঢাকাবাসী ও একদল উদ্যমী তরুণ মিলে এ সংগঠনটি গঠন করার উদ্যোগ গ্রহণ করায় তাদের ভূয়সী প্রশংসা করেন বলেন, দেশ থেকে দূরে গিয়ে দেশপ্রেম আরও বেড়ে যায় তার বাস্তব প্রমাণ গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেন উদ্যোগ গ্রহণ। তিনিও এই সংগঠনের উন্নয়নে তার সর্বাত্মক সহযোগিতার আগ্রহ ব্যক্ত করেন।

 

 

 

Bootstrap Image Preview