Bootstrap Image Preview
ঢাকা, ৩১ মঙ্গলবার, জানুয়ারী ২০২৩ | ১৮ মাঘ ১৪২৯ | ঢাকা, ২৫ °সে

লিঁওর বিপক্ষে এমবাপের এক হালি গোল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ০১:২২ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ০১:২২ PM

bdmorning Image Preview


ফরাসি তারকা কিলিয়ান এমবাপের চার গোল এবং পেনাল্টি থেকে নেইমারের করা একমাত্র গোলে বড় জয় পেল পিএসজি। রবিবার লিগা ওয়ানে লিঁওকে ৫-০ গোলে হারিয়ে ফরাসি লিগে নতুন ইতিহাস রচনা করল প্যারিসের ক্লাবটি। প্রথম ক্লাব হিসেবে লিগ ওয়ানে প্রথম ন’টি ম্যাচ টানা জয়ের রেকর্ড গড়ল তারা। সেইসঙ্গে ন’ম্যাচ পরেও লিগে ধরে রইল পিএসজি’র অলউইন রেকর্ড।

ঘরের মাঠে এদিন ম্যাচের আট মিনিটে নেইমারের গোলে এগিয়ে যায় প্যারিসের ক্লাবটি। যদিও প্রথম গোলের পিছনে অবদান সেই ফরাসি তারকা এমবাপেরই। লিঁওর গোলরক্ষক লোপেজ বক্সের মধ্যে এমবাপেকে ফাউল করায় পেনাল্টি পায় পিএসজি। স্পটকিক থেকে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। বিরতির আগেই দশজনে হয়ে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধে পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামে এমবাপে শো। বিরতির ঠিক পরেই ফরাসি বিশ্বকাপ জয়ের নায়ক এমবাপের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। কিন্তু ভুল শুধরে আট মিনিটের ব্যবধানে তিনটি গোল তুলে নেন কিলিয়ান। ৬১ মিনিটে স্কোরশিটে প্রথম নাম তোলেন তিনি। এরপর ৬৬ মিনিটে দ্বিতীয় এবং ৬৯ মিনিটে তৃতীয় গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন তিনি।

এরপর ৭৪ মিনিটে চতুর্থ গোল তুলে নিয়ে বিপক্ষকে একাই শেষ করে দেন ফ্রান্সের বছর ঊনিশের এই তারকা। প্রথমটি বাঁ পায়ের শটে এবং পরের তিনটি ডানপায়ের শটে জালে রাখেন কিলিয়ান। এদিনের ম্যাচে চার গোলের সাথে সাথেই মৌসুমে দশ গোলের মালিক হয়ে গেলেন ফরাসি তারকা। পাশাপাশি এই জয়ের ফলে ন’ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে পিএসজি। দ্বিতীয়স্থানে থাকা লিল’র চেয়ে পরিস্কার আট পয়েন্টে এগিয়ে তারা।

Bootstrap Image Preview