Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

অপরাজিত অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ০৯:৩২ AM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ০৯:৩২ AM

bdmorning Image Preview


নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের শিরোপা জিতেছে বাংলাদেশ। ভুটানে অনুষ্ঠিত আসরের ফাইনালে আজ নেপালকে ১-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী দল।

ফাইনালে ম্যাচের শুরু ধেকেই বাংলাদেশের মেয়েরা প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলতে থাকে। তবে গ্রুপ পর্বে যতটা সহজে নেপালের গোলমুখে আক্রমণ হয়েছে, ফাইনালে যেন অনেকটা ভিন্নরূপে আবির্ভুত হিমালয় কন্যারা। ভারতকে সম্ভাব্য প্রতিপক্ষ ভেবে ছক কষলেও, ফাইনালে নেপালকেই পায় মৌসুমি-মারিয়ারা। ফলে একর পর এক আক্রমণ করেও গোলের দেখা পয়নি ছোটনের শিষ্যরা। ফলে গোলশূন্য অবস্থায় মাঠ ছাড়ে দু’দল।

বিরতির পর প্রথম মিনিটে নেপালের দারুন একটা আক্রমণ তৎপরতার সঙ্গে প্রতিহত করেন গোলরক্ষক রুনা চাকমা। তিন মিনিট পর মাসুরা পারভীনের একমাত্র (১-০) গোলে এগিয়ে যায় বাংলাদেশ। স্টেডিয়ামে উপস্থিত বাংলাদেশের সমর্থকরা আনন্দে মেতে ওঠেন। এরপর গোলের পর ব্যবধান বাড়ানোর জন্য এক পর এক প্রচেষ্টা চালায় বাংলাদেশের খেলোয়াড়রা। ফলে খেলা বেশিরভাগই চলে নেপালের এরিয়ায়। তবে নেপালীরা মাঝে মধ্যে বিক্ষিপ্ত আক্রমণ করলেও, বাংলাদেশের রক্ষণ দুর্গে ফাটল ধরাতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জিতেই চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

এই টুর্নামেন্টে মাত্র ১টি গোল হজম করেছে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। জবাবে প্রতিপক্ষের জালে তারা গোল দিয়েছে মোট ২৪টি। ৮ গোল নিয়ে প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা বাংলাদেশের স্বপ্না।

Bootstrap Image Preview