Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফিলিস্তিনি যুবকের গুলিতে ২ ইসরাইলি নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ১০:২৬ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ১০:২৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরে একটি শিল্প পার্কে এক ফিলিস্তিনি যুবকের গুলিতে ২ ইসরাইলি নিহত এবং আরেক জনকে আহত করেছে বলে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে।

রবিবার ইসরাইলের রাজধানী তেল আবিবের ২৫ কিলোমিটার পূর্বে বারকান শিল্প এলাকার একটি কারখানায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে সেনাবাহিনী জানিয়েছে।

পশ্চিম তীরের উত্তর-পশ্চিম অংশের কালকিলিয়া শহরের ২৩ বছর বয়সী এক ফিলিস্তিনি যুবক এ হামলা চালিয়েছে বলে দাবি করেছেইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র কনরিকাস।

ওই ফিলিস্তিনি যুবক এখনো পলাতক রয়েছেন বলে ওই মুখপাত্র জানিয়েছেন। হতাহতদের মধ্যে একজন ব্যক্তি এবং দুইজন নারী রয়েছেন। তবে একজনের অবস্থা খুবই গুরুতর।

১৯৮০ সালে নির্মিত বারকান বসতীর কাছেই রয়েছে বারকান শিল্প পার্ক। সেখানে ইসরাইলি মালিকানাধীন বিভিন্ন কোম্পানীতে ৫,০০০ ফিলিস্তিনি কাজ করছেন।

১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধে দখল নেয়া ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইল যেসব বসতি স্থাপন করেছে সেগুলোকে অবৈধ হিসেবে বিবেচনা করে বিশ্বের বেশিরভাগ দেশ।

Bootstrap Image Preview