Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোল পেলেন রোনালদো, জিতল জুভেন্টাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ১০:৩৪ AM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ১০:৩৪ AM

bdmorning Image Preview


জুভেন্টাসের আটে আট করার দিনে গোলে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সিরি-এ’তে গত দু’ম্যাচে তাঁর পা থেকে গোল আসেনি, তাঁর উপর জুভেন্টাসের হয়ে গত চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কার্ড ইস্যুতে ছিলেন মাঠের বাইরে। গোদের উপর বিষফোঁড়ার মত এরইমধ্যে তাঁর নামের সঙ্গে জড়িয়েছে ধর্ষণের মত গুরুতর অভিযোগ। সবমিলিয়ে ঘরে-বাইরে এমনিতেই চাপে রয়েছেন পর্তুগিজ ফুটবলের পোস্টার বয়। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ তিনি মিথ্যে বলে উড়িয়ে দিলেও জাতীয় দল থেকে সাময়িক রোনালদোকে বিরত রেখেছেন কোচ ফার্নান্দো স্যান্টোস। তবে ঘটনায় তাঁর পাশে দাঁড়িয়েছেন নতুন ক্লাবের কর্মকর্তারা।

শনিবার সিরি-এ’র ম্যাচে উদিনেসের বিরুদ্ধে গোল করে যেন সেই মর্যাদাই রাখলেন সিআরসেভেন।রডরিগো বেন্তাঙ্কুর এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে সিরি-এ’তে টানা অষ্টম ম্যাচে জয় তুলে নিল মাসিমিলিয়ানো অ্যালেগ্রির ছেলেরা।

অ্যাওয়ে ম্যাচে শনিবার জুভেন্টাসের আক্রমণের মূল কান্ডারি ছিলেন সিআরসেভেনই। ৩৭ মিনিটে স্কোরশিটে নাম তোলার আগেই গোল করার মত জায়গায় পৌঁছে যান রোনালদো। সেক্ষেত্রে তাঁর হেডার অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৩৩ মিনিটে জোয়াও কানসেলোর ক্রস থেকে জুভেন্টাসকে এগিয়ে দেন বেন্তাঙ্কুর। এর ঠিক চার মিনিট বাদে মানজুকিচের সাজানো বল বাঁ পায়ের দুরন্ত ভলিতে জালে রাখেন ক্রিশ্চিয়ানো। বিরতিতেই ২-০ গোলে এগিয়ে যায় সিরি-এ জায়ান্টরা।

গোল করার পর টেলিভিশন ক্যামেরার সামনে চিরাচরিত ডবল ফিস্ট জাম্প সেলিব্রেশনে মেতে ওঠেন রোনালদো। একইসঙ্গে আশ্বস্ত করেন তাঁর অনুরাগীদের। দ্বিতীয়ার্ধেও একাধিক গোল করার মত অবস্থায় পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু রোনালদোর মতই দ্বিতীয়ার্ধে আর গোল তুলে নিতে পারেনি তাঁর ক্লাব। শেষ অবধি ২-০ গোলে জিতেই মাঠ ছাড়ে অ্যালেগ্রির ছেলেরা।

এই জয়ের ফলে আট ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে সিরি-এ’র মগডালে রোনালদোর জুভেন্টাস।দ্বিতীয় স্থানে থাকা নাপোলি সাত ম্যাচের পাঁচটিতে জিতেছে, হেরেছে দুটিতে। জুভেন্টাসের চেয়ে তারা পিছিয়ে রয়েছে ৯ পয়েন্টে।

Bootstrap Image Preview