Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হারের বৃত্তে রিয়াল মাদ্রিদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ১০:১৯ AM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ১০:১৯ AM

bdmorning Image Preview


চ্যাম্পিয়ন্স লিগ ধরলে শেষ চার ম্যাচে গোলের মুখ দেখেননি বেল, বেঞ্জেমারা। গত ৩৩ বছরে এই প্রথমবার এমন গোল খরায় ভুগছে স্পেনের ক্লাবটি। সেভিয়ার কাছে হার, মাদ্রিদ ডার্বিতে ড্রয়ের পর লা লিগায় ফের হার স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। শনিবার অ্যাওয়ে ম্যাচে আলাভেসের কাছে শেষ মুহূর্তের গোলে হারল লস ব্ল্যাঙ্কোসরা। সেই সঙ্গে এই হার রোনালদোহীন রিয়ালের আক্রমণভাগ নিয়ে তুলে দিয়ে গেল একাধিক প্রশ্ন।

চ্যাম্পিয়ন্স লিগে মস্কোর বিরুদ্ধে হার থেকে শিক্ষা নিয়েছিলেন লোপেতেগুই। তাই আলাভেসের বিরুদ্ধে এদিন একাদশে ফিরে আসেন রামোস এবং বেল। তবে লাভের লাভ হল না কিছুই। সারা ম্যাচ জুড়ে ৭০ শতাংশ বল নিজেদের পায়ে রেখেছিল হল গত তিনবারের ইউরোপ সেরারা।গোলপোস্টে তারা শট নিয়েছে ১৩টি। তার মধ্যে অন টার্গেটে ৬টি। কিন্তু তার কোনোটিই জালে প্রবেশ করেনি।

আক্রমণে রিয়ালের ঝাঁঝ বেশি থাকলেও পাল্টা আক্রমণে গোলমুখ খোলার চেষ্টা করে আলাভেসও। তবে দুদলের ফুটবলারদেরই নিরন্তর প্রয়াস ব্যর্থ হয়। গোলশূন্য অবস্থাতেই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে গোল তুলে নিতে মরিয়া রিয়াল কোচ লোপেতেগুই বেঞ্জেমার বদলি হিসেবে নামিয়ে দেন মারিয়ানো ডায়াসকে। এরপর আসেনসিও কিংবা ভিনিসিয়াস জুনিয়র নেমেও বদলাতে পারেননি ম্যাচে রিয়ালের ভাগ্য। উল্টে ম্যাচের শেষ টাচে গোল তুলে নিয়ে রিয়ালের হতাশা আরও বাড়িয়ে দেন মানু গার্সিয়া। ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে হেড দিয়ে আলাভেসের হয়ে জয়সূচক গোলটি তুলে নেন তিনি।

এই হারের ফলে আট ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আপাতত দু’নম্বরে লস ব্ল্যাঙ্কোসরা।বার্সেলোনা পরের ম্যাচে জয় পেলে রিয়ালের চেয়ে পূর্ণ ৩ পয়েন্টে এগিয়ে যাবে। পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা সেভিয়া তাদের পরের ম্যাচে জয় পেলে রিয়ালকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসবে। তবে আজ রবিরার লা লিগায় মাঠে নামছে বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদের মত শক্তিধর দলগুলি।তাই লিগ টেবিলে রিয়ালের পিছিয়ে পড়া এখন শুধু সময়ের অপেক্ষা।

Bootstrap Image Preview