Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেলসম্যান থেকে রাতারাতি কোটিপতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ০৭:৫৪ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ০৭:৫৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আবুধাবিতে ৭০ লাখ দিরহামের জ্যাকপট জিতলেন একজন ভারতীয়। ভারতের কেরালায় বসবাসকারী মোহাম্মদ কুনহী মায়ালা একজন সেলসম্যান হিসেবে কাজ করেন।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার দুপুরে কুনহী মায়ালার নাম আবুধাবির 'সুপার ৭ সিরিজ ড্র' এর নতুন বিজেতা হিসেবে ঘোষণা করা হয়।

এই ঘটনার পরেই মায়ালা বিখ্যাত এই লটারি জিতে কোটিপতি হওয়ার তালিকায় নিজের নাম তুলে ফেলেছেন। তিনি জানান, লটারির আয়োজকদের কাছ থেকে ফোন এসেছিল। প্রথমে মোটেও বিশ্বাস হয়নি তার। আয়োজকেরা মজা করছেন ভেবেছিলেন তিনি।

মায়ালা বলেন, আমি সত্যিই এটা বিশ্বাস করতে পারিনি। আমি ভেবেছিলাম কেউ বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে, কিন্তু এ আমার পক্ষে সৌভাগ্যের দিন ছিল!

তিনি আরো জানান, এই বিপুল পরিমাণ টাকার একটি অংশ তার বন্ধুর চিকিৎসার জন্য ব্যয় করবেন। তার বন্ধুর দু’টি কিডনিই খারাপ হয়ে গেছে। বাকি টাকা খরচ করে নিজের বাড়ি মেরামত করে ব্যবসা শুরু করবেন।

Bootstrap Image Preview