Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমি ট্রাম্পের সঙ্গে কাজ করতে ভালোবাসি: সৌদি প্রিন্স

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ০৪:২৩ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ০৪:২৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বর্তমান মার্কিন প্রশাসনের সঙ্গে তাদের সম্পর্কের প্রশংসা করেছেন। জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে কাজ করতে ভালোবাসেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক ভাষণে জানান, যুক্তরাষ্ট্রের সুরক্ষা ছাড়া মধ্যপ্রাচ্যে সৌদি আরব দুই সপ্তাহও টিকবে না। এই বক্তব্যের কয়েকদিন পরই ব্লুমবার্গকে দেওয়া এক বিরল সাক্ষাৎকারে একথা জানান সালমান। 

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। শুক্রবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।

সালমান বলেছেন, ‘আমি তার সঙ্গে কাজ করতে ভালোবাসি। আপনাকে মানতে হবে, যে কোনো বন্ধু ভালো কথাও বলবে, মন্দ কথাও বলবে।’

 

একই সঙ্গে তিনি এও বলেছেন যে, তারা দু'জনে মধ্যপ্রাচ্যে বিশেষ করে চরমপন্থা, চরমপন্থী মতাদর্শ, সন্ত্রাস ও ইসলামিক স্টেটের মতো জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে অনেক কিছুই অর্জন করেছেন।

৩৩ বছর বয়সী এই ক্রাউন প্রিন্স বলেন, মিত্র দেশগুলোর মধ্যে কোন বিষয়ে মতবিরোধ থাকতেই পারে। একজন মানুষকে এটা অবশ্যই মেনে নিতে হবে যে, একজন বন্ধু যেমন ভালো কথা বলতে পারে তেমনি খারাপ কথাও বলতে পারে।

তিনি আরও বলেন, আপনি এমন কোন বন্ধু পাবেন না যে আপনার সম্পর্কে শতভাগ ভালো কথা বলবে। এমনকি এটা আপনার পরিবারের লোকজনও করবে না। অনেকেই এটাকে ভুল বুঝবে। কিন্তু আমরা এই বিষয়গুলোকে সেভাবেই দেখি।

বুধবার মিসিসিপিতে এক সমাবেশে ট্রাম্প রিয়াদ সম্পর্কে বলেন, ওয়াশিংটন যদি ওই দেশ থেকে সামরিক সহায়তা তুলে নেয় তবে দেশটি দু'সপ্তাহও টিকে থাকতে পারবে না।

ট্রাম্প বলেন, আমরা সৌদি আরবকে সুরক্ষা দিচ্ছে। আমি সৌদি বাদশাহ সালমানকে ভালোবাসি। কিন্তু আমি বলতে চাই যে, বাদশাহ আমরা আপনাদের সুরক্ষা দিচ্ছি। আপনারা আমাদের ছাড়া দু'সপ্তাহও টিকে থাকতে পারেন না।

এবারই প্রথম সৌদি সম্পর্কে ট্রাম্প এমন মন্তব্য করলেন তা নয়। এর আগে ২০১৫ সালেও ট্রাম্প এক বিবৃতিতে বলেছিলেন, মার্কিন সুরক্ষা পেতে চাইলে সৌদি আরবকে আরও বেশি অর্থ পরিশোধ করতে হবে।

Bootstrap Image Preview