Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

গাজায় ইসরাইলি গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ০৪:০০ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ০৪:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


শুক্রবার অধিকৃত গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিক্ষোভে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর গুলিতে এক শিশুসহ ৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও তিন শতাধিক ফিলিস্তিনি।ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানা গেছে। 

 

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, শুক্রবার সীমান্ত বরাবর ফিলিস্তিনিদের বসতবাড়িতে ফেরার অধিকার দাবিতে বিক্ষোভে গুলি চালায় অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনারা। এতে এ হতাহতের ঘটনা ঘটেছে।

গাজা শহরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা বলেন, কিশোর ফারেস হাফেজ আল সেরসাওয়ি ও ২৮ বছর বয়সী যুবক হুসাইন আল রাকাব খান ইউনিসে বিক্ষোভে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

উপত্যাকাটিতে পিতৃভূমিতে ফেরার অধিকার দাবিতে চলতি বছরের ৩০ মার্চ শুরু হওয়া বিক্ষোভ প্রতি শুক্রবারই দেখানো হচ্ছে।

ইসরাইলি সেনাবাহিনী বলছে, সীমান্তের ওপর পাশ থেকে তাদের লক্ষ্য করে গ্রেনেড ও বিস্ফোরণ নিক্ষেপ করা হয়েছে। জবাবে ইসরাইলি সেনারা তাজা গুলি ছোড়ে ও বিমান হামলা চালায়।

ফিলিস্তিনিদের বসতবাড়িতে ফেরার অধিকার দাবির এ বিক্ষোভে এ পর্যন্ত ১৯৮জন নিহত হয়েছেন। এর মধ্যে চিকিৎসাকর্মী, নারী ও সাংবাদিকসহ বেশ কয়েকটি শিশুও রয়েছে। এছাড়া এক ইসরাইলি সেনা নিহত হওয়ার খবরও পাওয়া গেছে।

শুক্রবার গাজা সীমান্তের বিভিন্ন জায়গায় ২০ হাজারের বেশি বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন।

Bootstrap Image Preview