Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘সব শত্রুকে সতর্কবার্তা পাঠিয়েছে ইরান’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ০৮:৪৮ PM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ০৮:৪৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি সিরিয়ায় উগ্র জঙ্গি গোষ্ঠীর আস্তানায় আইআরজিসি’র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকে ইরানের ইসলামি শাসনব্যবস্থার সম্মান ও শক্তিমত্তার প্রতীক বলে বর্ণনা করেছেন।

তিনি আইআরজিসি’র এ হামলার ভূঁয়সী প্রশংসা করে বলেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইরানের সব শত্রুর কাছে সতর্কবার্তা পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর উগ্র জঙ্গিরা ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহওয়াজ শহরে সামরিক বাহিনীর কুচকাওয়াজ চলাকালে সন্ত্রাসী হামলা চালায় যাতে ২৫ জন নিহত এবং অপর ৬৯ জন আহত হন। ওই সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী ছিল সিরিয়ায় অবস্থানরত একটি তাকফিরি জঙ্গিগোষ্ঠী।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি গত ১ অক্টোবর যুক্তরাষ্ট্রসহ মধ্যপ্রাচ্যের আরও কিছু দেশের সমর্থিত ওই জঙ্গিগোষ্ঠীর আস্তানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে অন্তত ৪০ সন্ত্রাসী নিহত এবং তাদের অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

Bootstrap Image Preview