Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বাস্তব কর্মজীবনের সাথে সম্পৃক্ততা ছাড়া শিক্ষা অর্থহীন: শিক্ষামন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ০৫:৫৩ PM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ০৫:৫৩ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কারিগরি শিক্ষায় শিক্ষার্থীর সংখ্যা বাড়াতে হবে। বাস্তব কর্মজীবনের সাথে সম্পৃক্ততা ছাড়া শিক্ষা অর্থহীনবড় সার্টিফিকেট বাস্তবে কোন কাজে লাগে না কারিগরি দক্ষতা থাকলে তা কাজে লাগে

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর আর্মি গলফ ক্লাবে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতি আয়োজিত আলোচনা বরেণ্য শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি

শিক্ষামন্ত্রী বলেন, চীন সরকার বাংলাদেশের কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে। এ বছর ৬শ' ২২ শিক্ষার্থী চীনের বৃত্তি নিয়ে কারিগরি শিক্ষাগ্রহণ করতে চীন যাচ্ছে।

তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষকদের তাই যথাযথ সম্মান মর্যাদা দিতে হবে। দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব শিক্ষককদের নিতে হবে। শিক্ষকদের হাতেই দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার দায়িত্ব তারা নতুন প্রজন্মকে দক্ষ যোগ্য মানুষ হিসেবে তৈরি করবেন

নাহিদ বলেনশিক্ষকদের উপযুক্ত করে তোলার জন্য কারিগরি শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব দেয়া হয়েছে বড় সংখ্যায় শিক্ষকদের বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে শিক্ষকদের মানোন্নয়নে ৪২১ জন শিক্ষক সিঙ্গাপুরে নানিয়ান পলিটেকনিক ইনস্টিটিউটে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন আরো হাজার ১৫০ জন ধাপে ধাপে প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিচ্ছেন

অনুষ্ঠানে ৫ জন শিক্ষককে শিক্ষায় কৃতিত্বের সঙ্গে অবদান রাখায় সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন- অধ্যক্ষ হরেন্দ্রনাথ নাথ, বরুন কুমার দত্ত, অধ্যাপক ড. ফিরোজা সুলতানা, শামছ উদ্দীন আহমদ মাস্টার, ডা. মির্জা মনজুরুল হক।

বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভূঞা, কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, টেকনিক্যাল এডুকেশন কনসোটিয়াম অব বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ প্রমুখ।

 

Bootstrap Image Preview