Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

৩৯তম বিশেষ বিসিএসের ফল ও মৌখিক পরীক্ষা স্থগিত চেয়ে রিট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ১০:২০ AM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ১০:২০ AM

bdmorning Image Preview


স্বাস্থ্য ক্যাডার নিয়োগে ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল বাতিল ও মৌখিক পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। রিটে এমসিকিউ পরীক্ষার প্রশ্নপত্রে সাতটি এবং উত্তরেও ভুল ছিল বলে দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ২২ পরীক্ষার্থীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ এই রিট দায়ের করেন।

তিনি বলেন, ‘৩৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষার প্রশ্নপত্রে সাতটি ভুল ছিল। উত্তরও ভুল চিহ্নিত করা হয়েছে। এজন্য পরীক্ষাটি বাতিলের জন্য রিট করা হয়েছে। রিটে স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, সরকারি কর্মকমিশন (পিএসসি), সরকারি কর্মকমিশন পিএসসির কন্ট্রোলারকে (ক্যাডার) বিবাদী করা হয়েছে।’

আগামী রবিবার (৭ অক্টোবর) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হতে পারে বলেও জানান তিনি।

এর আগে এই বছরের ৮ এপ্রিল স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে ৪ হাজার ৫৪২ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ২৫০ জনকে নিয়োগের জন্য ৩৯তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে ৩ আগস্ট ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ওই পরীক্ষায় উত্তীর্ণ ১৩ হাজার ৭৫২ জনকে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ইতোমধ্যে সময়সূচি পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রতি কার্যদিবসে সকাল ১০টায় শেরেবাংলা নগরে আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। যা আগামী ১০ অক্টোবর শুরু হয়ে ২৬ অক্টোবর পর্যন্ত চলবে।

Bootstrap Image Preview