Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উত্তেজনাপূর্ণ ম্যাচে সিটির জয়, পয়েন্ট খোয়ালো ম্যানইউ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৮, ১০:২৪ AM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৮, ১০:২৪ AM

bdmorning Image Preview


উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার সিটি। পিছিয়ে পড়েও হফেনহেইমের মাঠে ২-১ গোলে জিতল ম্যান সিটি। অন্যদিকে ওল্ড ট্র্যাফোর্ডে হোঁচট খেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ভ্যালেন্সিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করল হোসে মোরিনহোর দল।

মঙ্গলবার ম্যাঞ্চেস্টার সিটির শুরুটা ছিল যেন দুঃস্বপ্নের মতো। এফ-গ্রুপের ম্যাচে জার্মানির হফেনহেইম তাদের ঘরের মাঠে ৪৪ সেকেন্ডে এগিয়ে যায় ইশাক বেলফোদিলের গোলে। অলিম্পিক লিঁও-র কাছে হার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করা ম্যান সিটি যেন থমকে যায় আলজেরিয়ার এই ফরোয়ার্ডের করা গোলে।শুরুর ধাক্কা সামলে ধীরে ধীরে ম্যাচে ফেরে সিটি। ৮ মিনিটে অ্যাগুয়েরোর গোলে সমতায় ফেরে সিটি। শুরুতে গোল হজম করা দুই দলই এরপর রক্ষণে জোর বাড়ায়। একের পর এক আক্রমণ করে যাওয়া সিটি এগিয়ে যায় ৮৭ মিনিটে। সৌজন্যে বের্নার্দো সিলভা। দুই ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ-এফ য়ে দ্বিতীয় স্থানে ম্যাঞ্চেস্টার সিটি।

অন্যদিকে খারাপ সময় যেন কাটতেই চাইছে না ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। এবার চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার সঙ্গে ড্র করল হোসে মোরিনহোর দল। চেনা মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গোলের জন্য বেশ মরিয়া ছিল ম্যানইউ। তবে গোলের জন্য বেশ কিছু প্রচেষ্টা চালালেও সাফল্য পায়নি দলটি। ম্যাচের ৬১ মিনিটে পল পগবার অসাধারণ একটি ফ্রি কিক কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক। শেষদিকে মার্কাস রাশফোর্ডের শট ক্রসবারে লেগে ফিরলে গোল না পাওয়ার হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় ম্যানইউকে। সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা চারটি ম্যাচে জয়ের দেখা নেই ইউনাইটেডের।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে এ ড্রয়ের ফলে ‘এইচ‘ গ্রুপে দুই ম্যাচ শেষে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানইউ। সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভ্যালেন্সিয়া।

Bootstrap Image Preview