Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জরুরি ভিত্তিতে ২৭৪ জন বিচারবিভাগীয় কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ০৭:১০ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ০৭:১০ PM

bdmorning Image Preview


সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে সিনিয়র সহকারী জজ, সহকারী জজ ও সমপর্যায়ের ২৭৪ জন বিচারবিভাগীয় কর্মকর্তাকে জরুরি ভিত্তিতে বদলি করা হয়েছে।

সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে তাঁদের বদলির প্রজ্ঞাপন জারি করা হয়।

দেশের বিভিন্ন আদালতে মামলাজটের পরিমাণ, বিদ্যমান কর্মস্থলে বিচারকদের মেয়াদপূর্তি, পদোন্নতি ও শিক্ষাছুটিজণিত কারণে বিচারকদের পদশূন্য হওয়া, জেলা লিগ্যাল এইড অফিসগুলোর মাধ্যমে সরকারি আইনি সহায়তা কার্যক্রম জোরদারকরণ ইত্যাদি কারণ বিবেচনায় নিয়ে এই বদলি করা হয়েছে।  

প্রজ্ঞাপনে বদলিকৃত কর্মকর্তাদের ৩ অক্টোবরের মধ্যে জেলা জজ/ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/ দপ্তর প্রধান কর্তৃক মনোনিত কর্মকর্তার নিকট দায়িত্বভার অর্পণ করে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

Bootstrap Image Preview