Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পালিয়ে বেড়াচ্ছেন খাগড়াছড়ির তিন উপজেলা চেয়ারম্যান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ০৫:১৫ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ০৫:১৫ PM

bdmorning Image Preview


আবুল হাসেমমাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় নির্বাচিত তিন শীর্ষ জনপ্রতিনিধির টানা অনুপস্থিতিতে খাগড়াছড়ি সদর, পানছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দিয়েছে। ফলে সরকারের বিভিন্ন দফতরের প্রশাসনিক সকল কাজ প্রায় অচল হয়ে পড়েছে। অনেক গুরুত্বপূর্ণ ফাইল স্বাক্ষর না হওয়ায় ভোগান্তি ক্রমশ বেড়েই চলেছে।

অনেকেই জানান, মূলত আঞ্চলিক দলসমূহের রক্তক্ষয়ী সংঘাতের ফলে নিজেদের প্রাণ বাঁচাতে গাঁ ঢাকা দিয়েছেন খাগড়াছড়ির এই তিন উপজেলার চেয়ারম্যান।

জানা যায়, এই বছরের ৪ মে থেকে পানছড়ির উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা অনুপস্থিত রয়েছেন। তার অনুপস্থিতিতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লোকমান হোসেনকে উপজেলা প্রশাসনের কার্যক্রম সামাল দিতে হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে মো. লোকমান হোসেনকে ক্ষমতা দেয়া হয়।

অন্যদিকে, গত ৩ মে পাশের জেলা রাঙ্গামাটির নানিয়াচরে উপজলো চেয়ারম্যান ও জেএসএস (এমএন লারমা) কেন্দ্রীয় সহ-সভাপতি শক্তিমান চাকমা নিজ কার্যালয়ের সামনে খুন হন। এ ঘটনার দিন থেকেই লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপারজ্যোতি চাকমা গা ঢাকা দিয়েছেন।

এরপর থেকে তিনি আর অফিস না করায় উপজেলা প্রশাসনের দাফতরিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। আটকে আছে একাধিক ফাইল। চেয়ারম্যানে অনুপস্থিতে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে দুর্গম পাহাড়ী জনপদ লক্ষ্মীছড়িতে।

এ বিষয়ে লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুপারজ্যোতি চাকমা মুঠোফোনে বলেনজীবন বাঁচাতে এলাকা ছাড়তে হয়েছে। যেকোন সময় আমি আক্রমণের শিকার হতে পারি এমন আতঙ্কে দিন পার করছি।

গত ১৩ জুলাইয়ের পর থেকে অফিস করছেন না খাগড়াছড়ির সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা। এ দিন খাগড়াছড়ি জেলা সদরের আদালত সড়কে প্রকাশ্যে তার উপর প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটে। এরপর থেকেই চঞ্চুমনি চাকমা উপজেলা পরিষদে অনুপস্থিত।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. শহিদুল ইসালাম জানানউপজেলা পরিষদের চেয়ারম্যান অনুপস্থিত থাকার কারণে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন। তবে উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রশাসনিক কাজে জটিলতার বিষয়ে কোনো লিখিত অভিযোগ হয়নি।

Bootstrap Image Preview