Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মঙ্গলবার মাঠে নামছে রিয়াল, জুভেন্টাস ও দুই ম্যাঞ্চেস্টার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ১২:১১ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ১২:১১ PM

bdmorning Image Preview


সামনে দুর্বল দল সিএসকেএ মস্কো। কিন্তু তাতেও খুব একটা স্বস্তিতে নেই রিয়েল মাদ্রিদ। দলের চার প্রধান অস্ত্রকেই এই ম্যাচে পাচ্ছেন না কোচ জুলেন লোপেতেগুই। অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ডার্বি ম্যাচে ঊরুতে চোট পেয়েছিলেন গ্যারেথ বেল। তাঁকে মস্কো ম্যাচের দলে রাখেননি লোপেতেগুই। পাশাপাশি পাওয়া যাবে না অধিনায়ক সের্জিও র‌্যামোসকেও। সল নিগুয়েজের সঙ্গে সঙ্ঘর্ষে কপাল কেটে গিয়েছিল র‌্যামোসের। যদিও সেই চোট গুরুতর নয় এবং তিনি ফিট হয়ে উঠেছেন। তবু ঝুঁকি না নিয়ে তাঁকেও দলে রাখা হয়নি। এ ছাড়া কাফ মাস্‌লে চোটের জন্য মার্সেলো এবং অ্যাপেন্ডিসাইটিসের জন্য ইসকো মাদ্রিদ ডার্বি খেলেননি। তাঁদের দু'‌জনকেই চোট সারিয়ে ওঠার সময় দেওয়া হয়েছে। .

এদের মধ্যে বেলের না থাকা ভোগাতে পারে লোপেতেগুইকে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো চলে যাওয়ার পরে এখন গোল করার জন্য বেলের ওপরেই ভরসা করতে হচ্ছে রিয়েলকে। কিন্তু অ্যাটলেটিকোর বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে রিয়েল ভাল খেলা সত্ত্বেও একজন সঠিক ফিনিশারের অভাবে বারবার ভুগেছে। বেল কিন্তু এ মরশুমে নিজের দায়িত্ব ভালই সামলাচ্ছেন। লা লিগায় তিনটে গোলও হয়ে গেছে। বেল না থাকায় মস্কোর বিরুদ্ধে গোল করার দায়িত্ব নিতে হবে মার্কো আসেনসিও, দানি সেবায়োস এবং মারিয়ানো দিয়াজকেই। 

সিএসকেএ-রিয়াল মাদ্রিদ

সরাসরি, রাত ১টা, সনি টেন ওয়ান

চ্যাম্পিয়ন্স লিগে আজ নামছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল জুভেন্টাসও। তবে নির্বাসিত থাকায় এই ম্যাচে খেলতে পারবেন না রোনালদো। নাপোলির বিরুদ্ধে রোনালদোর দুর্দান্ত ফর্ম দেখা গিয়েছিল। গোল করতে না পারলেও, তিনটে গোলের পেছনেই ছিল পর্তুগিজ তারকার অবদান। কিন্তু সেই অ্যাসিস্ট মঙ্গলবার ইয়ং বয়েজের বিরুদ্ধে পাওয়া যাবে না। ফলে পাওলো ডিবালা এবং মারিও মানজুকিচকে নিজে থেকেই গোলের দায়িত্ব নিতে হবে। এমনিতে ইয়ং বয়েজ গ্রুপের সবথেকে দুর্বল দল। ফলে জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি পূর্ণশক্তির দল নামান, নাকি তরুণদের ওপরে ভরসা রাখেন, সেটাই দেখার। 

জুভেন্টাস-ইয়াং বয়েজ

সরাসরি, রাত ১০-৫৫ মিনিট, সনি টেন টু

নামছে দুই ম্যাঞ্চেস্টারও। কিন্তু দুই দলে দুই বিপরীত অবস্থা। পল পোগবা এবং কোচ হোসে মোরিনহোর ঝগড়াই এখন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রধান খবর। ওয়েস্ট হ্যামের কাছে ১-৩ হারের পর অনেকেই মনে করছেন মোরিনহোর বিদায়ঘণ্টা বেজে গেছে। এই অবস্থায় শক্তিশালী ভ্যালেন্সিয়ার মুখোমুখি হচ্ছে ম্যান ইউ। ভ্যালেন্সিয়া এমনিতে বড় দলের বিরুদ্ধে ভাল খেলে থাকে। ফলে ম্যান ইউয়ের কাজটা একেবারেই সহজ হবে না। তার ওপর পোগবা-মোরিনহো নাটক দলের মধ্যে প্রভাব ফেলেছে বলে বিশেষজ্ঞদের ধারণা। বাকিদের আত্মবিশ্বাসও তলানিতে। খোদ পোগবা ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ম্যাচের পর সাক্ষাত্‍কার দিতে চাননি। বলেছিলেন, '‌আপনারা কি চান আমি মারা যাই?‌'‌ কথা বললে বিতর্ক বাড়বে এবং মোরিনহো আরও বিষোদ্গার করবেন, এটা ভেবেই পোগবা এ কথা বলেছিলেন। অল্প সময়ে দলকে ঘুরে দাঁড় করানোই এখন মোরিনহোর কাছে চ্যালেঞ্জ। 

আগের ম্যাচে অলিম্পিক লিয়ঁর কাছে হেরে নিজেদের কাজ কঠিন করে তুলেছে ম্যান সিটি। তবে এর পরের তিনটি ম্যাচ ছন্দেই জিতেছে তারা। রহিম স্টারলিং এবং লেরয় সানকে নিয়ে মুগ্ধ পেপ গুয়ারদিওলা। বিশেষত সানের সম্পর্কে বলেন, '‌যেভাবে বক্সে বল নিয়ে ঢোকে ও, তাতে মনেই হয় গোল করতে চায়। কী সুন্দর পাস বাড়িয়েছিল আগুয়েরোকে।'‌ 

হফেনহেইম-ম্যানচেস্টার সিটি

সরাসরি, রাত ১০-৫৫ মিনিট, সনি লাইভ 

ম্যানচেস্টার ইউনাইটেড-ভ্যালেন্সিয়া

সরাসরি, রাত ১টা, সনি টেন টু

Bootstrap Image Preview