Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

‘এটা আঙুলের খোঁচা, আসল হামলা আসছে’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৮, ১০:৪৫ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ১২:৪২ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইরানে হামলার সঙ্গে জড়িতদের জন্য আরও বড় ধরণের আঘাত অপেক্ষা করছে বলে জানিয়েছেন ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিব মোহসেন রেজায়ি।

সোমবার সিরিয়ায় সন্ত্রাসী ঘাঁটিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ক্ষেপণাস্ত্র হামলার পর এ কথা বললেন তিনি।

হামলার ব্যাপারে মোহসেন রেজায়ি বলেন, আজ যে হামলা চালানো হয়েছে, তা আঙুলের খোঁচা দেওয়ার মতো একটি ঘটনা। এরপর হবে আসল হামলা। তবে হামলার ধরন ও দিন-ক্ষণ নিয়ে তিনি কোনো কথা বলেননি।

ইরানের প্রভাবশালী সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোহসেন রেজায়ি এক সময় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে প্রেসিডেন্ট নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি।

গত ২২ সেপ্টেম্বর ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহওয়াজে সন্ত্রাসী হামলায় ২৫ জন ইরানি নিহত ও ৬৯ জন আহত হয়। হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আল-আহওয়াজিয়া ও দায়েশ।

সেই হামলার প্রতিশোধ হিসেবে আজ ওই ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসী কমান্ডারদের ঘাঁটিতে হামলা চালানো হয়।

Bootstrap Image Preview