Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যশোর-বেনাপোল মহাসড়কে পুরানো গাছের ডাল ভেঙ্গে মোটরসাইকেল চালক নিহত

শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৮, ১০:২৯ AM
আপডেট: ০১ অক্টোবর ২০১৮, ১০:৩০ AM

bdmorning Image Preview


যশোর-বেনাপোল মহাসড়কের পাশের দু’শত বছরের পুরানো শিশু গাছের একটি ডাল ভেঙ্গে মর্মান্তিক মৃত্যুর স্বীকার হয়েছেন ঐ পথ দিয়ে যাওয়া নুর হোসেন (২৫) নামে এক পথচারী মোটরসাইকেল চালক। এ ঘটনায় আহত হয়েছেন তারই সঙ্গী আসাদুল (২৪)।

গতকাল রবিবার রাত পৌনে ৮টার দিকে নাভারন বাজারের নিউ মার্কেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নুর হোসেন উপজেলাার কাশিয়াডাঙ্গা গ্রামের কদর আলীর পুত্র ও আহত আসাদুল একই গ্রামের ইসমাইল হোসেনের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক পৌনে ৮টার সময় সড়কের পাশের বহু বছরের পুরানো শিশু গাছের একটি পুরানো বড় ডাল আচমকা ভাবে ভেঙ্গে রাস্তার উপর পথচারী মোটরসাইকেল চালক নুর হোসেনের উপর পড়ে। এসময় মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায় এবং চালক নুরহোসেন ও আরোহী আসাদুল মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক নুর হোসেনকে মৃত ঘোষণা করেন। পরে নাভারন হাইওয়ে ফাঁড়ির পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করেছে।

নাভারন হাইওয়ে ফাঁড়ির পুলিশ ফাড়ির ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুততার সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে এবং দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

Bootstrap Image Preview