Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোল না করেও নাপোলি বধের নেপথ্যের নায়ক রোনালদো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৮ AM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৮ AM

bdmorning Image Preview


সিরি-এ’র প্রথম দুইয়ে থাকা জুভেন্টাস-নাপোলির লড়াই ঘিরে সরগরম ছিল তুরিন। তাঁর পুরনো ক্লাব জুভেন্টাসের ঘরের মাঠে কতটা লড়াই ছুঁড়ে দিতে পারে আন্সেলোত্তির ছেলেরা, তা দেখার অপেক্ষায় প্রহর গুনছিল ফুটবলবিশ্ব। কিন্তু শনিবাসরীয় তুরিনে ৩-১ গোলে বিধ্বস্ত হল নাপোলি। আর জুভেন্টাসের জয়ের নেপথ্য নায়ক হয়ে রইলেন আন্সেলোত্তিরই একদা প্রিয় ছাত্র ক্রিশ্চিয়ানো রোনালদো।

যদিও তুরিনে হাইভোল্টেজ ম্যাচে এদিন প্রথম লিড নেয় অ্যাওয়ে দল। ১০ মিনিটেই বেলজিয়ান ড্রায়েস মার্টেন্সের গোলে এগিয়ে যায় নাপোলি। কিন্তু ঘরের মাঠে জুভেন্টাসের বিপক্ষে খুব বেশি সময় সেই লিড ধরে রাখতে পারেনি নাপোলি। ২৬ মিনিটে বক্সের বাঁ দিক থেকে রোনালদোর মাপা সেন্টারে মাথা ছুঁইয়ে দলকে সমতায় ফেরান মানজুকিচ। এরপর ২৯ মিনিটে রোনালদোর দুরন্ত ফ্রি-কিক থেকে এগিয়ে যাওয়ার সুযোগ চলে আসে জুভেন্তাসের কাছে। কিন্তু কোনক্রমে রক্ষা পায় নাপোলি।

সমতায় ফিরে দ্বিতীয়ার্ধের শুরু থেকে ব্যবধান বাড়িয়ে নিতে মরিয়া হয়ে ওঠে জুভেন্টাস। পাশাপাশি নতুন ক্লাবে তাঁর চতুর্থ গোলের খোঁজে মরিয়া দেখায় রোনালদোকেও। ৪৯ মিনিটে সেই লক্ষ্যেই বক্সের বাইরে থেকে গোলমুখী দুরন্ত শট নেন তিনি। কিন্তু পর্তুগিজ তারকার শট পোস্টে লেগে প্রতিহত হলে ফিরতি বল জালে রাখেন সেই মানজুকিচ।

পিছিয়ে পড়ে জুভের রক্ষণকে বারকয়েক পরীক্ষার সামনে ফেলে দেয় নাপোলি। কিন্তু ৫৮ মিনিটে মারিও রুই লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ায় সংখ্যাতত্ত্বের বিচারে কিছুটা পিছিয়ে পড়ে আন্সেলোত্তির ছেলেরা। জুভেন্টাসের রক্ষণ পেরিয়ে আর গোল তুলে নেওয়া সম্ভব হয়নি তাদের পক্ষে। উলটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় অ্যালেগ্রির ছেলেরা। ৭৬ মিনিটে কর্নার থেকে গোল করে নাপোলিকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেন বোনুচ্চি। জুভের তৃতীয় গোল লেখা হয়ে থাকতে পারত রোনাল্ডোর নামেই। কিন্তু সিআরসেভেনের হেডার গোলমুখে ঢোকার আগে পা দিয়ে ঠেলে দেন জুভেন্তাস ডিফেন্ডার। তাই ট্র্যাজিক হিরো হয়ে থেকে গেলেও নাপোলি বধের নেপথ্য নায়ক রইলেন কিন্তু রোনালদোই।

Bootstrap Image Preview